টেক বার্তা

Vida V1 ইলেকট্রিক স্কুটার কিনুন ৩৮ হাজার টাকা ছাড়ে, Hero দিচ্ছে বাম্পার অফার

চলতি বছরের শেষে এসে বিশেষ অফার ঘোষণা করেছে গাড়ি নির্মাণ সংস্থা Hero।

Advertisement
Advertisement

জ্বালানি তেল ঊর্ধ্বমূল্যের কারণে বর্তমানে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে মনোনিবেশ করছে। বিশেষ করে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা দিনের পর দিন আশ্চর্যজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে গেল দুই বছরে বেশ কয়েকটি কোম্পানি ভারতের বাজারে দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজারের তুমুল চাহিদের কথা মাথায় রেখে Hero গত বছর ভারতের বাজারে তাদের Vida V1 মডেলের ইলেকট্রিক স্কুটার দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

Advertisement
Advertisement

যার মধ্যে একটি Vida V1 Plus এবং অন্যটি Vida V1 Pro নামে পরিচিত। জানলে অবাক হবেন, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার পৃথিবীর একমাত্র স্কুটার, যেটি ২৪ ঘন্টা নন-স্টপ চলতে সক্ষম। শুধু তাই নয়, Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি পরীক্ষণমূলকভাবে ২৪ ঘন্টায় ১৭৮০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে বলে দাবি করেছে Hero। এমনকি, গ্রাহকদের মতে Vida V1 ভারতের বাজারে সর্বোচ্চ মাইলেজ দেওয়া স্কুটার হিসেবে পরিচিতি লাভ করেছে।

Advertisement

যদি বাজার সেরা শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি মাত্র ৩.১ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। পাশাপাশি, স্কুটারটি সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া এতে LED হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল, ডিস্ক ও ড্রাম ব্রেকের মতো সুবিধা রয়েছে। যদি দুর্দান্ত এই স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে Vida V1 স্কুটারের বর্তমান মূল্য ১.৪০ লাখ থেকে শুরু করে ১.৪২ লাখ টাকার কাছাকাছি।

Advertisement
Advertisement

তবে চলতি বছরের শেষে এসে বিশেষ অফার ঘোষণা করেছে গাড়ি নির্মাণ সংস্থা Hero। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে Vida V1 ইলেকট্রিক স্কুটার ক্রয় করলে ক্রেতাদের সরাসরি ৩০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবে সংস্থাটি।
কোম্পানি এই বছরের শেষ ডিসকাউন্টে ৮,২৫৯ টাকার বর্ধিত ওয়ারেন্টিও অন্তর্ভুক্ত করেছে। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে ৬,৫০০ টাকা নগদ ছাড় ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ৭,৫০০ টাকা পর্যন্ত লয়্যালটি বোনাস দিচ্ছে। অর্থাৎ, গ্রাহকরা চাইলে বছরের শেষে প্রায় ৩০ হাজার টাকা ছাড়ে ক্রয় করতে পারবেন নিজের পছন্দের স্কুটার।

Advertisement

Related Articles

Back to top button