দেশনিউজ

পদত্যাগ করলেন গৌতম গম্ভীর!

Advertisement
Advertisement

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের সাথে বর্তমান সময়ে রাজনীতিতেও এক চেনা মুখ। ২০০৭ এবং ২০১১সালে ভারতের বিশ্বকাপ জয়ের পেছনে এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য। বর্তমান সময়ে তিনি দিল্লির বিজেপি সাংসদ। সেই সঙ্গে দিল্লি জেলা এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাইরেক্টরও। সরকারের তরফে দিল্লির তিনজন ব্যক্তিকে নির্দেশক করা হয়, যার মধ্যে গৌতম গম্ভীর একজন। এখন সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন গম্ভীর।

Advertisement
Advertisement

নির্দেশক থাকা সত্তেও গম্ভীরের পরামর্শকে কোনো সময় মান্যতা দেওয়া হয়নি। এই কারনে তিনি ক্ষুব্ধ হয়ে ইস্তফা চেয়েছেন। বিশেষ সুত্রে খবর, গম্ভীর দিল্লির খেলোয়াড়দের জন্য ভাবতেন ও অনেক কিছু করতে চাইতেন, কিন্তু ডিডিসিএতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা তিনি মানতে পারেননি।

Advertisement

গম্ভীর চেয়েছিলেন যে দিল্লির হয়ে খেলা সমস্ত প্লেয়ারদের ভালো মেডিক্যাল সুবিধার সাথে ভালো খাবারও দিক। দৈনিক জাগরনের মতে, যখন গম্ভীর এবং সেহবাগ খেলতেন তখন তাদের খাবারে বেশ কিছুবার পাথর বা পিনের মতো জিনিস পাওয়া গেছিল। নির্দেশক থাকাকালীন তিনি সমস্ত জিনিস উন্নত করতে চাইলেও তেমনটা সম্পূর্ণ হয়নি। সেই কারনেই ক্ষুব্ধ হয়ে পদত্যাগ চাইলেন গম্ভীর। এমনকি তিনি খেলোয়াড়দের দৈনিক ভাতা নিয়েও ক্ষুব্ধ ছিলেন।

Advertisement
Advertisement

গৌতম গম্ভীর নিজ ইস্তফাপত্র ক্রীড়ামন্ত্রী ক্রিণ রিজিজুকে পাঠিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, ডিডিসিতে তার আর প্রয়োজন নেই। আই তিনি তার সমস্ত ধ্যান নিজের সাংসদীয় এলাকার পেছনে দিতে চান। তার ইস্তফার ব্যপারে ডিডিসির কোনো বয়ান আসেনি।

Advertisement

Related Articles

Back to top button