খেলাToday Trending Newsক্রিকেট

কোহলির ইনিংস দেখে ভক্ত হয়ে গেলেন গৌতম গম্ভীর, ম্যাচ জয়ের পর এই কথা বললেন

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে গৌতম গম্ভীরকে।

Advertisement
Advertisement

গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের সাথে সাথে চলতি বিশ্বকাপে টানা ৫ ম্যাচে অপরাজিত থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ব্লু-বাহিনী। সরাসরি যদি বলি, তবে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এদিকে, গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয় লাভের পাশাপাশি একাধিক নতুন রেকর্ড করেছে বিরাট কোহলিরা। সাথে ২০ বছরের লজ্জার রেকর্ড কাটিয়েছে টিম ইন্ডিয়া।

Advertisement
Advertisement

আমরা আপনাদের প্রথমেই বলে রাখি, ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আসরে শেষবারের মতো সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালে জয়লাভ করেছিল ভারত। এরপর টানা ২০ বছর বিশ্বকাপের ময়দানে ধারাবাহিকভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। অবশেষে রোহিত শর্মার নেতৃত্বে এবং বিরাট কোহলির অসাধারণ পারফরমেন্সের উপর নির্ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে পরাজয়ের খরা কাটিয়েছে ভারতীয় দল।

Advertisement

উল্লেখ্য, গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে শক্তিশালী নিউজিল্যান্ড ২৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অন্যদিকে, বল হাতে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ড শিবির ধ্বংস করেন মোহাম্মদ সামি। শক্তিশালী দলের বিপক্ষে নির্ধারিত টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ৪৬ রানে সাজ ঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ১০৪ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৫ রানের লম্বা ইনিংস খেলেন বিরাট কোহলি। পাশাপাশি রবীন্দ্র জাদেজা অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন।

Advertisement
Advertisement

যার পরিপ্রেক্ষিতে ৪ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে গৌতম গম্ভীরকে। তিনি এদিন বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে বলেন,’রান চেজ করার দিক থেকে বিরাট কোহলির চেয়ে ভালো ফিনিশার বর্তমানে পৃথিবীতে নেই। এই নয় যে, ফিনিশার মানেই ৫ কিংবা ৬ নম্বরে ব্যাটিং করবে। বিরাট কোহলি হলেন চেজ-মাস্টার। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য দ্বিতীয় সেঞ্চুরি মিস করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে তার চেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেউ নেই।’

Advertisement

Related Articles

Back to top button