ক্রিকেটখেলা

টানা দুই ম্যাচ হার, কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার দাবি আরও জোড়ালো হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, ষষ্ঠ বোলারের অভাব এবং অল-রাউন্ডার না থাকার জন্যই ভারতকে ভূগতে হয়েছে। আর দ্বিতীয় ম্যাচে ভরাডুবির পর গম্ভীরের আক্রমণের শিকার কোহলি।

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার দাবি আরও জোড়ালো হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, ষষ্ঠ বোলারের অভাব এবং অল-রাউন্ডার না থাকার জন্যই ভারতকে ভূগতে হয়েছে। আর দ্বিতীয় ম্যাচে ভরাডুবির পর গম্ভীরের আক্রমণের শিকার কোহলি।

Advertisement

বুধবার ক্যানবেরায় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। হারলে হোয়াইটওয়াশের লজ্জা তাড়া করবে ভারতকে। এই ম্যাচের আগে গম্ভীর বলেছেন, “সত্যি কথা বলতে আমি বিরাট কোহলির ক্যাপ্টেন্সি বুঝতে পারছি না। আমরা বারবার বলে আসছি, শুরুতেই যদি উইকেট না তুলে নেওয়া যায় তাহলে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপকে ভাঙা কঠিন! আর সেখানে দলের এক নম্বর বোলারকে (জসপ্রীত বুমরাহ) মাত্র ২ ওভার বল করানো হলো!”

Advertisement
Advertisement

গম্ভীর আরও বলেন, “সাধারণভাবে দেখা যায় ওয়ানডে ম্যাচে তিন স্পেলে বল করানো হয় ৪-৩-৩। কিন্তু আমি দেখলাম যে ২ ওভার বল করানোর পরই সেরা বোলারকে আর বল করতে দেওয়া হলো না। এটা কী ধরনের নেতৃত্ব সেটা বুঝলাম না! এই নেতৃত্বের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়। এত জঘন্য অধিনায়কত্বের কোনো মানেই আমি বুঝতে পারলাম না।”

Advertisement

Related Articles

Back to top button