কলকাতানিউজ

একটু চোখে চোখে রাখলে হয়তো বেঁচে যেত ছোট্ট এই প্রানটি, ইকোপার্কের জলাশয় দুর্ঘটনা

Advertisement
Advertisement

শীত পড়েছে তাই বিকালবেলা একটু বেড়াতে না গেলে বোধহয় চলে না। তাই ছোট্ট শিশুটি বাবা মার হাত ধরে বেড়াতে গিয়েছিল ইকোপার্কে। সারা সপ্তাহ স্কুল এবং বাবা-মার অফিস থাকার ফলে শিশুদের দম আটকে যায় ঘরের মধ্যে। তাই একটু খুশির জন্য বেড়াতে যাওয়া। কিন্তু এই বেড়াতে যাওয়াই যে এই চার বছরের ছোট্ট শিশুটির শেষ বেড়াতে যাওয়া হবে তা সত্যি ভাবা যায়নি।

Advertisement
Advertisement

চার বছরের এই শিশুটির নাম শেখ আবেজ, বাবার নাম শেখ আকবর। বাড়ি তালতলায়, ৬৯ তালতলা রোডে। মা বাবার হাত ধরে থাকা ছেলেটি বোধহয় কোন একটা সময়ে মুহূর্তে ভুলে হাত ছেড়ে ছিল মা বাবার। আর সেই হাত ধরাটাই হয়ে যায় শেষবারের জন্য হাত ধরা। তারপর এই বাচ্চাটি জলাশয় পড়ে যায়, কিন্তু এখানে প্রশ্ন উঠেছে তখন নিরাপত্তারক্ষীরা কি করছিলেন বা কোথায় ছিলেন। এর আগেও ইকো পার্কের রাইড এর বিপত্তি নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে গেছে।

Advertisement

বারবার এরকম ঘটনা প্রমাণ করছে নিরাপত্তা পরিকাঠামোয় কতটা ফাঁক রয়েছে। শনিবার ঘটনাটি বিকাল ৩.৪০ নাগাদ ঘটেছে । পার্কে ঢুকে কিছুক্ষণ বাচ্চাটি খেলে বেড়াচ্ছিল, তখন তার মায়ের নজরে ছিল সে। কিন্তু আধঘন্টা যেতে না যেতেই বাচ্চাটিকে আর খুঁজে পাচ্ছিলেন না, তখন নিরাপত্তা রক্ষীরা ওয়াকি টকির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে বাচ্চাটি নিখোঁজ।

Advertisement
Advertisement

এতকিছুর পরেও যখন বাচ্চা টিকে খুঁজে পাওয়া গেল না, তখন নিউটাউন থানায় খবর দেওয়া হলে, পুলিশ তদন্ত শুরু করে । কিন্তু অবশেষে প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পরে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। ঘটনাটি দেখে অভিভাবকদের একটু সচেতন হওয়া উচিত।

Advertisement

Related Articles

Back to top button