কৌশিক পোল্ল্যে: শীতের হালকা আমেজে মরশুমের ছুটি উপভোগ করছেন সকল সেলেবরা তবে বিশ্বসুন্দরীদের ছবিতে দর্শকদের উচ্ছাস বেশ লক্ষনীয়। 2015 সালের মিস ইউনিভার্স বিজয়ী ফিলিপিন্সের পিয়া ওয়ার্জবেথ নিজের নতুন বিকিনি পোস্টে ছিনলেন লাইমলাইট।
বর্তমান বিশ্বসুন্দরীদের অন্যতম পিয়ার ছবি বরাবরই ইনস্টাগ্রামে ‘অন ডিমান্ড’ এরই মধ্যে তার বিকিনি লুকে মজেছেন হাজারো দর্শক। হইহই করে ফ্যান ফলোয়ার বেড়েছে 9 মিলিয়নের কোটায়।
আরও পড়ুন : নতুন বছরের পার্টিতে ব্ল্যাক শর্ট ড্রেসে সুহানা খান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
উল্লেখ্য পিয়া সুইমস্যুট রাউন্ডে লস ভেগাসের মঞ্চে যে মোহময়ী রূপে নিজেকে পেশ করেন তারপর তার এই ছবি অবশ্যই উল্লেখের দাবীদার। প্রায়শই বিকিনি লুকের ছবি শেয়ার করেন এই ফিলিপিন্সিয় সুন্দরী পিয়া।