দেশনিউজ

কোমায় চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়, শারীরিক অবস্থা স্থিতিশীল, জানানো হলো হাসপাতাল সূত্রে

Advertisement
Advertisement

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলো। আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীরের বেশ কিছু অঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে। তবে এখনও পুরোপুরি সংকটমুক্ত নন নন প্রাক্তন রাষ্ট্রপতি। এখনও তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে। গতকাল প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করে জানান, তাঁর বাবা এই মুহূর্তে ভালো আছেন।

Advertisement
Advertisement

ট্যুইট করে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবা এখন কিছুটা সুস্থ আছেন। বাবার হৃদযন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল। যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তার জন্য আপনারা প্রার্থনা চালিয়ে যান।” অভিজিৎ মুখোপাধ্যায়ের ট্যুইটের আগে দিল্লির আর্মি হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায় এখনও সংকট জনক অবস্থাতেই আছেন। তবে তাঁর হৃদ‌্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।

Advertisement

Advertisement
Advertisement

রবিবার রাতে তাঁর দিল্লির বাসভবনের বাথরুমের মেঝেতে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর অস্ত্রোপচারের জায়গা থেকে ফের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মস্তিষ্কের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হয়। তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন, সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। এর মাঝে রবিবার তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। এছাড়া তাঁর হার্টের সমস্যাও রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button