নিউজরাজ্য

বাংলায় শুরু হয়নি বিনামূল্যের রেশন বিতরনের কাজ, অভিযোগ FCI-এর বিরুদ্ধে

অনেকের মতামত ভারতীয় জনতা পার্টি বাংলায় হেরে যাওয়ার কারণে এই রাজ্যে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে

Advertisement
Advertisement

এবারে কাজে গড়িমসির অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের ফুড কর্পোরেশন এর উপরে। একে তো রাজ্যের উপরে করোনাভাইরাসে ছোবল পড়েছে, তারপরে আবার আট দিন হয়ে গেল এখনো পর্যন্ত রাজ্যে চালু করা হয়নি কেন্দ্রের বিনামূল্যে আসনের কোন কাজকর্ম। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল মে এবং জুন মাসে মাথাপিছু ৫ কেজি করে রেশন দেয়া হবে-প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা থেকে।

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামনে আসার জন্য বেশ কিছুদিন হল এই প্রকল্প নতুন করে চালু করার কথা বলা হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে অন্যান্য রাজ্যে বিজেপি এই খাদ্য শস্য প্রদান করলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খাদ্যশস্য আসছে না। বরং বলতে হয় এই প্রকল্পের রেশন চালু হয়ে গেলেও এই রাজ্যে পর্যাপ্ত ধান পর্যন্ত কেনা হয়নি। এর ফলে আসন দেওয়া যাচ্ছে না।

Advertisement

কেন্দ্রীয় ফুড কর্পোরেশন কে এই নিয়ে ডিলারদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে মৌখিকভাবে। রাজ্যের কাছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন তারা। অভিযোগ উঠেছে এ রাজ্যের নির্বাচনে বিজেপিই পরাজিত হয়েছে বলেই কেন্দ্র এই রাজ্যের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পাশাপাশি এই রাজ্যের জন্য এখনো পর্যন্ত বরাদ্দের চাল কেনার প্রক্রিয়া শুরু হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

কিন্তু অন্যদিকে, ফুড কর্পোরেশনের আধিকারিকরা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। এ ফলে তাদের কাজের ক্ষেত্রেও একটু আকটু সমস্যা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অন্য কাউকে দিয়ে কাজ করানো সম্ভব নয়। একজন আধিকারিক জানাচ্ছেন, “এটা ঠিক যে কেন্দ্রের বরাদ্দ অনুযায়ী বিনামূল্যে এই রাজ্যের জন্য রেশনের চাল পাঠানোর কাজে এখনো পর্যন্ত শুরু করেনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। যতটুকু খবর পাওয়া যাচ্ছে, করোনা ভাইরাসের কারণে অনেকে গৃহবন্দি হয়েছেন। তার পাশাপাশি এখনো পর্যন্ত চাল কেনা হয়ে ওঠেনি, তাই এখনই এই প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না।”

Advertisement

Related Articles

Back to top button