ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

HDFC গ্রাহকদের জন্য লটারি শুরু হয়েছে, ব্যাঙ্ক FD-তে বাম্পার রিটার্ন দিচ্ছে

এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা এবারে একটা দারুন অফারের সুবিধা পেতে চলেছেন

Advertisement
Advertisement

ভারতের বেসরকারি খাতের সব থেকে বড় ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটা বড় ঘোষণা করেছে। এবারে ব্যাংক তাদের ফিক্স ডিপোজিটের সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ নভেম্বর ২০২৩ থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হতে চলেছে এবং ইতিমধ্যেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এর ব্যাপারে একটা আপডেট দেওয়া হয়েছে। ফিক্সড ডিপোজিটে অকাল তোলার কোন সুবিধা না থাকলেও আপনারা কিন্তু অতিরিক্ত সুদের সুবিধা এবার থেকে পেয়ে যাবেন

Advertisement
Advertisement

অনাবাসী শ্রেণীর জন্যেও আমানতের অনুমতি রয়েছে। এনআরআই আমানতের জন্য সর্বোচ্চ মেয়াদ হলো এক বছর এবং মিডিয়া রিপোর্ট অনুসারে এখন এক বছর থেকে দুই বছরের মেয়াদ এইচডিএফসি ব্যাঙ্ক ৭.৪৫ শতাংশ করে সুদ দিচ্ছে। অন্যদিকে দুই বছর থেকে ১০ বছরের মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্ক ৭.২ শতাংশ করে রিটার্ন দিচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক এর ফিক্স ডিপোজিটের সুদের হারের তুলনা করলে এক বছর থেকে ১৫ মাসের মেয়াদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ, ১৫ মাস থেকে ২১ মাসের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ। ২১ মাস থেকে দুই বছরের মেয়াদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ। অন্যদিকে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার রয়েছে ৭.২ শতাংশ।

Advertisement

ফিক্স ডিপোজিটের কথা বলে মেয়াদ শেষ হবে যাওয়ার পর আমানতকারী এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। মেয়াদ শেষ হবার আগে কিন্তু সহজে এই অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। মেয়াদপূর্তির আগে আমানতকারীকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় না কোন ব্যাংক থেকেই। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক একই নিয়ম পালন করে থাকে। অকাল বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত আমানতের উপরে প্রদত্ত সুদ যুক্ত করে তারপরেই টাকা ফেরত দেওয়া হয় আমানতকারীকে। তবে মৃত্যুর দাবির ক্ষেত্রে ফিক্স ডিপোজিটে প্রদত্ত সুদ আমানতকারীকে দেওয়া হয়ে থাকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button