দেশনিউজ

মহারাষ্ট্রের হাসপাতালে বিধ্বংসী আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১০ সদ্যোজাত শিশুর

Advertisement
Advertisement

মুম্বই: মর্মান্তিক ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের (Maharashtra) ভান্ডারি জেলা। সরকারি হাসপাতালে (Hospital) বিধ্বংসী আগুন প্রাণ কাড়ল ১০ সদ্যোজাত শিশুর (Children)। জানা গিয়েছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭ জন নবজাতক ছিল। শুক্রবার মাঝরাতে হঠাতই এক নার্স (Nurse)সেই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখেন। এরপরই দুর্ঘটনার আভাস পান তারা।

Advertisement
Advertisement

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এমন ঘটনায় স্তম্ভিত সকলেই। শর্ট সার্টিকই আগুন লাগার কারণ, প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে। আগুন লাগার পর তড়িঘড়ি চিকিৎসক এবং নার্সরা হাসপাতাল ছেড়ে বেরিয়ে এলেও ১০ সদ্যোজাতের মৃত্যু হয় ওই আগুনেই।

Advertisement

যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা গেছে শিশুদের ওয়ার্ড থেকে ধোঁয়া বেরতে দেখে ডিউটিতে থাকা নার্স তখনই খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর সেখানে পৌঁছয় দমকলবাহিনীও। হাসপাতালের কর্মীদের নিয়েই উদ্ধারকাজ শুরু করেন তারা। শিশু বিভাগ থেকে ৭জনকে উদ্ধার করা গেলেও প্রাণ হারায় বাকি ১০।

Advertisement
Advertisement

এদিকে সরকারি জেলা হাসপাতালের এই ঘটনায় শোকাহত পরিবার অভিযোগের আঙুল তুলেছিলে রাজ্য প্রশাসনের দিকেই। এই ঘটনার পরই হাসপাতালে এর তদন্তের দাবি জানিয়ে জমায়েত শুরু করেছে জনতা। হাসপাতালের অবহেলাকেই দায়ী করছেন তারা।

Advertisement

Related Articles

Back to top button