দেশনিউজ

প্যাংগং ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে সরছে চিন, মঙ্গলবার ভারত-চিন সামরিক স্তরের আলোচনা

ভারত ৪ থেকে ৮ নং ফিঙ্গার পয়েন্ট অঞ্চল থেকে চিনের সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।

Advertisement
Advertisement

প্রথম পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব লাদাখের ফিঙ্গার পয়েন্ট থেকে সেনা সরানোর প্রক্রিয়া জারি রেখেছে চিন। ৩০ জুন কর্পস কমান্ডার-স্তরের আলোচনায় ভারত ও চিনের মধ্যে সমঝোতা চুক্তি মেনে সোমবার প্যাংগং অঞ্চলে ৪ টি ফিঙ্গার পয়েন্ট খালি করেছে চিন।

Advertisement
Advertisement

চিনা সেনাবাহিনী ইতোমধ্যে গোগড়া, হট স্প্রিংস এবং গ্যালওয়ান উপত্যকাসহ লাদাখের কয়েকটি বিতর্কিত স্থান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ভারতের দাবি অনুযায়ী তারা গত এক সপ্তাহে ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে সেনা সরাতে শুরু করেছে। ভারত ৪ থেকে ৮ নং ফিঙ্গার পয়েন্ট অঞ্চল থেকে চিনের সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। গত সোমবার চিনা সেনা পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিতর্কিত এলাকা থেকে ২ কিমি দূরে তাঁবু, যানবাহন ও সেনা ফিরিয়ে নিয়ে গেছে।

Advertisement

দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে এটি ছিল প্রথম পদক্ষেপে। দু’দেশের মধ্যে তৃতীয় লেফটেন্যান্ট জেনারেল-স্তরের বৈঠকের কয়েক দিন পরে মঙ্গলবার আবার বৈঠকটি হওয়ার কথা। এদিকে চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সাথে ওরিয়েন্টেড ডি-এসক্ল্যাশনে মনোনিবেশ করতে রাজি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে, ভারত ও চিন পূর্ব লাদাখের সেনা পুরোপুরি সরিয়ে ফেলতে ডি-এসক্ল্যাশনের পরবর্তী ধাপের পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার কর্পস কমান্ডার-স্তরের আলোচনার জন্য এই বৈঠকটি করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button