Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহালয়ার দিনে তর্পন দেওয়ার সঠিক সময় জেনে নিন!

আজ মহালয়া৷ আর এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেন তার উত্তরপুরুষেরা৷ এই জল দেওয়াকেই বলা হয় তর্পণ।এই তর্পন দেওয়ার সঠিক সময় জানুন। জানুন কাল ঠিক কখন অমাবস্যা লাগবে। অন্যবার তো…

Avatar

আজ মহালয়া৷ আর এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেন তার উত্তরপুরুষেরা৷ এই জল দেওয়াকেই বলা হয় তর্পণ।এই তর্পন দেওয়ার সঠিক সময় জানুন। জানুন কাল ঠিক কখন অমাবস্যা লাগবে।

অন্যবার তো ভোর থেকেই অমাবস্যা লেগে যায়৷ অন্যবারের মত এইবার কিন্তু ভোরে তর্পণ শুরু হবেনা।কখন শুরু হবে এইবার তর্পন আর মা দুর্গার চতুর্দশী পুজোর সময় ?জেনে নিন সঠিক সময়ে না তর্পন দিলে কিন্তু সব ই বৃথা চলে যায়।এটা নিশ্চয় জানেন? এইবার তর্পন শুরু হয়ে যাবে বেলার দিকে ৷ আগামিকাল সকাল ১১টা ৩২ মিনিট থেকে মহালয়ার অমাবস্যা শুরু হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই অমাবস্যা থাকবে ঙ্গলবার সকাল ৯টা বেজে ১৭ মিনিট পর্যন্ত। তাই আপনি এই সময়ের মধ্যেই তর্পণ করুন। আর একটা কথা মনে রাখবেন যে দুর্গাদেবীর চতুর্দশীর যে পূজা সেটাও কিন্তু সোমবার ১১টা ৩২ মিনিটের আগেই করে নিতে হবে অপনাদের।

About Author