নিউজ

মহালয়ার দিনে তর্পন দেওয়ার সঠিক সময় জেনে নিন!

Advertisement
Advertisement

আজ মহালয়া৷ আর এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেন তার উত্তরপুরুষেরা৷ এই জল দেওয়াকেই বলা হয় তর্পণ।এই তর্পন দেওয়ার সঠিক সময় জানুন। জানুন কাল ঠিক কখন অমাবস্যা লাগবে।

Advertisement
Advertisement

অন্যবার তো ভোর থেকেই অমাবস্যা লেগে যায়৷ অন্যবারের মত এইবার কিন্তু ভোরে তর্পণ শুরু হবেনা।কখন শুরু হবে এইবার তর্পন আর মা দুর্গার চতুর্দশী পুজোর সময় ?জেনে নিন সঠিক সময়ে না তর্পন দিলে কিন্তু সব ই বৃথা চলে যায়।এটা নিশ্চয় জানেন? এইবার তর্পন শুরু হয়ে যাবে বেলার দিকে ৷ আগামিকাল সকাল ১১টা ৩২ মিনিট থেকে মহালয়ার অমাবস্যা শুরু হবে।

Advertisement

আর এই অমাবস্যা থাকবে ঙ্গলবার সকাল ৯টা বেজে ১৭ মিনিট পর্যন্ত। তাই আপনি এই সময়ের মধ্যেই তর্পণ করুন। আর একটা কথা মনে রাখবেন যে দুর্গাদেবীর চতুর্দশীর যে পূজা সেটাও কিন্তু সোমবার ১১টা ৩২ মিনিটের আগেই করে নিতে হবে অপনাদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button