দেশনিউজ

মার্চ মাস থেকে ১০০ টাকার পুরনো নোট বাতিল! গুজব ওড়ালো আরবিআই

×
Advertisement

নয়াদিল্লি: চলতি বছরের মার্চ (March) মাসের পর থেকে নাকি বাতিল হয়ে যেতে পারে বাজার চলতি ৫ টাকা, ১০ টাকা আর ১০০ টাকার পুরনো নোট! বিগত কয়েকদিন ধরেই দেশের হাজার হাজার মানুষের উদ্বেগ বাড়াচ্ছে এই প্রশ্ন। তাহলে কি ফের একবার নোটবন্দির (Demonetisation) ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে গোটা দেশ! কতটা সত্যি এই খবর? এ বিষয়ে ঠিক কী বলছে কেন্দ্রীয় সরকার, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক? এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, মার্চের পর থেকে ৫, ১০, ১০০ টাকার পুরনো নোট বাতিলের খবরটি সত্যি নয়। কারণ, এমন কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। মার্চের পরেও দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব থাকবে ৫, ১০, ১০০ টাকার পুরনো নোটের।

Advertisements
Advertisement

নোটবন্দির (Demonetisation) মতো কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের না থাকলেও ৫, ১০, ১০০ টাকার পুরনো নোট বাজার থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানান, ইতিমধ্যেই ৫, ১০ ও ১০০ টাকার নতুন নোট বাজারে পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে। তাই পুরোনো নোটের সিরিজ ধীরে ধীরে তুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। সুতরাং, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Advertisements
Advertisement

২০১৮ সালে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই সময় চালু করা হয় ২০০ টাকার নোটও। তখনই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে, দেশে নতুন নোট চালু হলেও, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমান ভাবে গুরুত্ব থাকবে পুরনো নোটের।

চার বছর আগে নোট বাতিলের (Demonetisation) ওই ঘটনার পর দেশের ডিজিটাল লেনদেনের গুরুত্ব বাড়াতে দেশের মানুষকে নানা ভাবে উৎসাহিত করেছে কেন্দ্র। অনেক মানুষ আগের চেয়ে বেশি ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীল হয়েছেন। তবে দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখনও নগদ লেনদেন নির্ভর। তাই ফের নোট বাতিলের পথে হাঁটার পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

Related Articles

Back to top button