দেশনিউজ

ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী ৫ দিন চলবে প্রবল ঝড়-বৃষ্টি

Advertisement
Advertisement

আগামী ৫ দিন ধরে চলবে প্রবল ঝড়-বৃষ্টি। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে তৈরী হয়েছে শক্তিশালী নিম্নচাপ। যার জেরেই এই ঝ-বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব দিকে ব্যাপক হাওয়া প্রবেশ করছে। এই হাওয়া প্রবেশ করার ফলে ট্রপোস্ফিয়ার স্তরে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।

Advertisement
Advertisement

এছাড়া গভীর নিম্নচাপ তৈরী হয়েছে বঙ্গোপসাগরে। তার সাথে আবার উত্তর-পূর্ব ভারতের দক্ষিনা হাওয়া। এই দুইয়ের জেরে অসম ও মেঘালয়ের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত হতে পারে।

Advertisement

Advertisement
Advertisement

এদিকে ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সন্ধ্যের পর বাংলার একাধিক জেলাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। এদিকে রাজ্যে এই সপ্তাহে হতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে বাড়ছে কালবৈশাখীর প্রভাব। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা বাড়তে পারে।

Advertisement

Related Articles

Back to top button