ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক পয়সা না থাকলেও আপনি ১০,০০০ টাকা তুলতে পারবেন, সেই সঙ্গে ২ লক্ষ টাকার সুবিধা পাবেন, জানুন কীভাবে?

ভারত সরকারের তরফ থেকে সম্প্রতি এই বিশেষ প্রকল্পের কিছু সুবিধা পরিবর্তন করা হয়েছে

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দ্বারা আমজনতার সুবিধার্থে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই যোজনা অনুসারে সরকারের সাহায্যে আপনারা খুলে নিতে পারছিলেন জিরো ব্যালান্স অ্যাকাউন্ট। এই একাউন্টে আপনারা সমস্ত ধরনের সুবিধা পান এবং আপনাদের কোন রকম মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না। আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালের ১৫ ই আগস্ট এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সূচনা করেছিলেন। এখনো পর্যন্ত প্রায় ৪২ কোটি মানুষ এই যোজনা অনুযায়ী ব্যাংক একাউন্ট খুলেছেন। এই যোজনা সফলতা দেখে ২০১৮ সালে ভারত সরকারের তরফ থেকে এই যোজনার একটি দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়েছিল এবং দেওয়া হয়েছিল আরও বেশি কিছু সুবিধা।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী জন ধন যোজনা অনুযায়ী যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের জানিয়ে রাখি গরিব এবং আর্থিক দিক থেকে কমজোর মানুষদের জন্য এই সরকারি যোজনা দারুন ফায়দা দিতে পারে। যে সমস্ত মানুষেরা ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট খুলতে অসমর্থ থাকেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন না। তাদের জন্যই মূলত সরকারের তরফ থেকে এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এই যোজনা অনুযায়ী যদি আপনারা ব্যাংক একাউন্ট খুলেন তাহলে একসাথে ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারেন এবং তার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন জিরো মিনিমাম ব্যালেন্স সুবিধা। অর্থাৎ যদি আপনাদের ব্যাংক একাউন্টে যদি একেবারে কোন পয়সা না থাকে তাহলেও আপনি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারেন। তবে হ্যাঁ সেই টাকা আপনাকে পরে ফেরত দিতে হবে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি প্রথমে খাতা ধারকদের ব্যাংকের তরফ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফ্টের সুবিধা দেওয়া হয়। তবে কিছুদিন পরে এই ওভার ড্রাফ্ট সুবিধা বাড়িয়ে করে দেওয়া হয় দশ হাজার টাকা। দশ বছরের কম বয়সের শিশুরাও জন ধন প্রকল্প অনুযায়ী ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, সাধারণভাবে এখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড অবশ্যই প্রয়োজন। অর্থাৎ ১৮ বছর বয়স না হলে আপনারা কোনোভাবেই সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে এবং আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিয়ে খুলতে পারবেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট।

Advertisement
Advertisement

এই ধরনের ব্যাংক একাউন্টে আপনারা পেয়ে যাবেন এটিএম কার্ড, দুই লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভার, তিরিশ হাজার টাকা পর্যন্ত জীবন বীমা এবং ব্যাংক একাউন্টে জমা রাখার টাকার উপরে অতিরিক্ত সুদ। তার পাশাপাশি থাকছে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ্ট সুবিধা। এই একাউন্টে কোন মিনিমাম ব্যালেন্স দরকার পড়ে না এবং তার সাথেই দেওয়া হয় মোবাইল ব্যাংকিং এর সুবিধা। তবে হ্যাঁ, প্যান কার্ড এর প্রয়োজন না হলেও একেবারেই যে কোন তথ্য ছাড়া ব্যাংক একাউন্ট খুলে দেয়া যাবে সেরকমটা নয়। আপনার কাছে আধার কার্ড অথবা পাসপোর্ট, কোন একটি পরিচয় পত্র থাকতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট খুব একটা বেশি টাকা জমা রাখার জন্য ভালো নয়। তবে হ্যাঁ, যদি আপনার কাছে কোন ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তাহলে আপনি হয়তো এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সুবিধা নিলেও নিতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button