বলিউডবিনোদন

“সবকিছু বেরিয়ে আসছে”, ফের উপস্ মোমেন্টের শিকার অভিনেত্রী Esha Gupta

×
Advertisement

এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগৎ-এ নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগৎ-এ পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মডেল হিসেবেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়।

Advertisements
Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। নিজের একাধিক সাহসী, হট ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে এশা গুপ্তার। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন তিনি।

Advertisements

Advertisements
Advertisement

খুব সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। এদিন ডিপ নেক লাইন কাটিং লং গাউনে ছিলেন অভিনেত্রী। পরেছিলেন মানানসই হাই হিলও। এদিন অনুষ্ঠানে প্রবেশ করার সময়ে পাপারাজিৎদের ক্যামেরাতেও ধরা দিয়েছিলেন তিনি। আর সেই সময়ই উপস্ মোমেন্টের শিকার হতে দেখা গিয়েছে তাকে। পোশাকের জন্যই প্রকাশ্যে অস্বস্তির মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে বলি ডিভা হিসাবে পুরো বিষয়টি খুব দক্ষতার সাথেই সামনে নিয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে নেটজনতার একাংশের থেকে একাধিক কটাক্ষজনক কথা শুনলেও, সেইসমস্ত বিষয়ে বিশেষ পাতা দেননি অভিনেত্রী। উল্লেখ্য, শেষ প্রকাশ ঝাঁয়ের ‘আশ্রম ৩’এ দেখা মিলেছিল তার।

Related Articles

Back to top button