দেশনিউজ

কর্মচারীরা পেয়ে যাবেন ৭ লাখ টাকা একেবারে নিখরচায়, জানুন এই নতুন সরকারি স্কিমের ব্যাপারে

এই নতুন স্কিমে সরকারি সংস্থা কর্মচারীদের জন্য বীমা কভার দিচ্ছে

×
Advertisement

অনেক সময় কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডের সঠিক সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য পান না এবং সেই কারণে তারা তাদের সুবিধা গ্রহণ করতে পারেন না। যারা ইপিএফও-তে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট করেছেন তারা ৭ লক্ষ টাকার পর্যন্ত সুবিধা পেতে পারেন। ইপিএফও সদস্যরা এমপ্লয়িজ ডিপোজিট লিংক ইনস্যুরেন্স স্কিম এর অধীনে বীমা কভারের সুবিধা পেয়ে যান। স্কিমে মনোনীত ব্যক্তিকে সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ দিয়ে থাকে এই সরকারি সংস্থা। এছাড়াও বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীদের বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয় এই বীমা কভারেজ এর মাধ্যমে।

Advertisements
Advertisement

দুর্ঘটনা কিংবা অসুস্থতার ক্ষেত্রে কর্মচারী যদি মৃত্যু হয় তাহলে এই স্কিমের দাবি করতে পারেন তার পরিবারের লোকজন। একাউন্ট হোল্ডারের যিনি নমিনি রয়েছেন তিনি সাধারণত এই সুবিধা পেতে পারেন। যদি এই প্রকল্পের অধীনে কোন নমিনি না থাকে তবে কভারেজ পাবেন মৃত কর্মচারীর স্ত্রী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলেরা। নমিনি যদি নাবালক হয় অর্থাৎ ১৮ বছরের নিচে, তাহলে তার অভিভাবক তার পক্ষে দাবী করতে পারেন।

Advertisements

অন্যদিকে, EPFO সদস্যের হঠাৎ মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এই বীমা কভারের জন্য দাবি করতে পারেন। এই বীমা কভারের জন্য দাবি করতে হলে বীমা কোম্পানিকে কর্মচারীর মৃত্যুর শংসাপত্র, উত্তরাধিকার শংসাপত্র এবং নাবালক মনোনীত ব্যক্তির পক্ষে আবেদনকারী অভিভাবকের শংসাপত্র এবং ব্যাংকের বিবরণ প্রদান করতে হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button