বলিউডবিনোদন

সুশান্তের সুবিচার চেয়ে কী করলেন যোগগুরু রামদেব? ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

সুশান্তের মৃত্যু রহস্য তদন্তে সিবিআইকে চেয়ে প্রথম থেকেই ভার্চুয়াল আন্দোলনের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আজ অভিনেতার মৃত্যুর দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও কমেনি সেই ঢেউয়ের বেগ ও আবেগ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অভিনেত্রী কঙ্গোনা রানাউতকেও প্রথম থেকেই দেখা গেছে #JusticeforSSR ক্যাম্পেনে।

Advertisement
Advertisement

কিছুদিন আগে সিবিআই তদন্তের দাবি নিয়ে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের আন্দোলনে যোগ দেন অভিনেতা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া কিংবা সঞ্জনা সিঙ্ঘির মত একাধিক তারকা। একাধিক বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিবিআই তদন্তের আবেদন জানান সুশান্তের দিদি শ্বেতা কীর্তিও। এবার সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে যজ্ঞে বসলেন বাবা রামদেব। অন্যদিকে সুসান্তের পরিবারের পাশে এসে দাঁড়ালেন নির্ভয়ার মা আশা দেবী।

Advertisement

গতকাল পতঞ্জলীর পক্ষ থেকে সুশান্তের আত্মার শান্তিকামনায় ন্যায় বিচার চেয়ে পুজো দিলেন বাবা রামদেব। ইতিমধ্যে সুসান্তের পরিবারের সঙ্গে কথাও বলেন বাবা। প্রতিক্রিয়ায় জানান– সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলে আমার বুক কেঁপে উঠছে। ওঁদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। পাশাপাশি সুশান্তের আত্মার শান্তি ও ন্যায়বিচার কামনা করেন রামদেব।

Advertisement
Advertisement

সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা আশা দেবীও। নিজের পরিস্থিতি ও এত বছর ধৈর্য ধরে অপেক্ষা করে পর বিচার মেলার দৃষ্টান্ত স্মরণ করিয়ে আশা দেবী বলেন– সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত নিশ্চয়ই হবে। সুপ্রিম কোর্টের উপর তিনি ভরসা রাখার পরামর্শ দেন সুশান্তের বাবাকে। দিদি শ্বেতা কীর্তির উদ্দেশ্যেও বার্তা দেন নির্ভয়ার মা। বলেন, সময় লাগলেও আপনারা ন্যায় বিচার পাবেন নিশ্চিত ভাবে।

Advertisement

Related Articles

Back to top button