দেশনিউজ

করোনা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন গুহা

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউন এ সুস্থ থাকার একমাত্র এবং অসাধারণ পথ বেছে নিয়েছেন মধ্যপ্রদেশের বীরেন্দ্র সিং ডোগ্রা নামের এই ইঞ্জিনিয়ার মানুষটি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এর থেকে ভালো পথ তিনি খুঁজে পাননি। তাই একেবারে সমাজ থেকে আলাদা থাকার জন্য তিনি বেছে নিয়েছেন গুহাকে। যেদিন থেকে লকাডাউন শুরু হয়েছে অর্থাৎ ২৪ শে মার্চ থেকেই তিনি গুহার মধ্যে রয়েছেন।

Advertisement
Advertisement

নর্মদা পরিক্রমা পর্যটন স্থানের গুহার মধ্যে তিনি কয়েকটি জামাকাপড় আর মহাভারতের কয়েকটি অংশ নিয়ে থাকতে শুরু করেছেন। স্থানীয় কয়েকজন লোক তাকে দেখামাত্র সেই অঞ্চলের প্রশাসককে জানায়। বীরেন্দ্র পুলিশকে জানায়, সে নাভি মুম্বাই এর একজন অধিবাসী এবং পুলিশকে তার বোনের ফোন নম্বর দেন।

Advertisement

সামাজিক দূরত্ব বজায় রাখতে এর আগেও দেখা গেছে অনেকেই গাছের মধ্যেই শোয়ার জায়গা করে বন জঙ্গলে দিন কাটিয়েছেন। তবে গুহার মধ্যে থাকার বিষয়টি কিন্তু একটু অন্যরকম। তবে যে মানুষ একা থাকতে পারেন না, তার পক্ষে কিন্তু সবার থেকে আলাদা হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন করে গুহায় থাকাটা অসম্ভব। বাড়িতেই থাকুন, বাড়ির মানুষের সঙ্গে থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button