দেশনিউজ

দেশের ৫৬টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

Advertisement
Advertisement

নয়াদিল্লি: ইতিমধ্যেই করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এবার দেশের ৫৬টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে সমস্ত ভোটগ্রহণ পর্ব হবে করোনা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই, এমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, মোট দু’দফায় এই উপনির্বাচন হবে। প্রথম দফা হবে ৩ নভেম্বর। সেখানে ৫৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আর দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন হবে ৭ নভেম্বর। সেখানে বিহারের একটি লোকসভা কেন্দ্র এবং মনিপুরের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১০ নভেম্বর।

Advertisement

আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি মহামারীর মধ্যে নিরাপত্তা বাহিনী সহ একাধিক বিষয় বিচার করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। যারা করোনায় আক্রান্ত, এমনকি যে সকল ভোটার কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের ভোট দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। যে সকল রাজ্যগুলিতে উপনির্বাচন হবে সেগুলি হল ছত্রিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর তেলেঙ্গানা, ওড়িশা, হরিয়ানা, কার্নাটক, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ড।

Advertisement
Advertisement

তবে এই সকল রাজ্যে উপনির্বাচন হলেও পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু ও অসমে এখনই উপনির্বাচন করা যাচ্ছে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই তার আগে উপনির্বাচন হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

Related Articles

Back to top button