ক্রিকেটখেলা

গোলাপি বলের ম্যাচের জন্য পিঙ্কু-টিঙ্কুর সাথে সেজে উঠছে ইডেন

Advertisement
Advertisement

তড়িৎ ঘোষ : আগামী শুক্রবার থেকে ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ। তাই এখন ইডেন গার্ডেনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ম্যাচে হাউসফুল হতে চলেছে ইডেন। অনলাইনে প্রায় পঞ্চাশ হাজার টিকিট বিক্রি হয়েগেছে ইতিমধ্যেই। এদিকে গত শনিবার সিএবির কাছে এই ঐতিহাসিক ম্যাচের গোলাপি আভাযুক্ত টিকিট এসে পৌঁছোয়।

Advertisement
Advertisement

গোলাপি বলের টেস্ট ম্যাচের জন্য এবার নতুন চমক হিসেবে থাকছে ম্যাসকট। পিঙ্কু ও টিঙ্কু নামের দুই ম্যাসকট আত্মপ্রকাশ করে রবিবার। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে রবিবার ইডেনে গোলাপি বলের ম্যাচের দুই ম্যাসকট পিঙ্কু-টিঙ্কু ও ঐতিহাসিক ম্যাচের গোলাপি আভাযুক্ত প্রতীকী টিকিট হাতে ছবি উঠতে দেখা যায়। তিনি বলেন “ইডেনে খেলা দেখতে আসা বাচ্চাদের পিঙ্কু-টিঙ্কুকে দেখে খুব ভালো লাগবে”।

Advertisement

সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই ইডেনে ঐতিহাসিক ম্যাচের টিকিট বন্টন শুরু হয়ে যায়। রবিবার ১২ জন খুদে পড়ুয়াদের হাতে টিকিট তুলে দেন সৌরভ। তারপর থেকেই ইডেনের কাউন্টার থেকে অফলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যায়। সৌরভ বলেন “বিরাট অত্যন্ত বড় মাপের প্লেয়ার, দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলতে পছন্দ করে ও। ফুল হাউস ইডেনে অত্যন্ত খুশি হবে বিরাট”।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button