নিউজকলকাতা

সপ্তমীর মত আজকেও সারারাত চলবে মেট্রো, জানুন আজকের মেট্রো টাইম টেবিল

মেট্রো পরিষেবা এখন দূর্গা পুজোর সময়ের অন্যতম যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে

Advertisement
Advertisement

দুর্গাপুজোতে যদি আপনি প্রাণ খুলে ঘুরতে চান, তাহলে এর সবথেকে সেরা মাধ্যম কিন্তু মেট্রো রেল। এই মেট্রো রেল শুধু উত্তর কলকাতা না, দক্ষিণ কলকাতার একাধিক বড়ো বড়ো পুজো প্যান্ডেলকে কানেক্ট করতে পারে এবং এই মেট্রো করে আপনি একটা বড়ো সংখ্যক পুজো প্যান্ডেল ভ্রমণ করতে পারবেন। চতুর্থী থেকেই এবছর পুজো প্যান্ডেলে ছিল মানুষের ভিড়। তার সাথেই ভিড় ছিলো প্রতিটি মেট্রো স্টেশনে। একসাথে সবথেকে বেশি মানুষ এদিন মেট্রোতে উঠেছিলেন। এই একটি দিনে মেট্রো কর্তৃপক্ষের লাভের অঙ্ক ছাড়িয়েছে কোটির গণ্ডি। এই পরিস্থিতিতে সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত সারারাত মেট্রো চালু রাখার কথা জানিয়েছে মেট্রো রেল।

Advertisement
Advertisement

দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে মোট ২৪৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১ টায়। অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে ১ টায়। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

Advertisement

অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়।

Advertisement
Advertisement

দশমীতে চলবে মোট ১৩২টি মেট্রো। দুপুর ১ টা থেকে শুরু হবে পরিষেবা এবং শেষ হবে রাত ১১টায়। ৫ অক্টোবর দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টার সময়। একাদশী, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ফের স্বাভাবিক সূচি মেনেই মেট্রো চলাচল করবে। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে দিনভর।

Advertisement

Related Articles

Back to top button