নিউজ

একনজরে দেখে নিন ২০১৯ এর দুর্গাপুজার নির্ঘণ্ট!

Advertisement
Advertisement

এখন মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, ভাপসা গরম। গুমোট গরমে হাঁসফাঁসানি ক্রমেই বেড়ে উঠেছে। তবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর চাঁদা তোলা। আবার অনেকেই ব্যস্ত হয়ে উঠেছে পুজোর শপিং নিয়ে। আর মাত্র ১ মাস, কাশবনের ক্ষেতে মৃদুমন্দ হাওয়া জানিয়ে দিচ্ছে ‘মা’ আসছেন!

Advertisement
Advertisement

এই ‘মা’ আসছেন শব্দটিতেই বাঙালির সমস্ত আবেগ যেন পরতে পরতে সাজানো রয়েছে। ফের একবার বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠস্বরে স্তোত্রপাঠের অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ঢাকের বোলে ২০১৯ এর দুর্গাপূজায় মাতবে বাঙালি। সেই অপেক্ষার আগে, একনজরে দেখে নিন ২০১৯ এর দুর্গাপুজার নির্ঘণ্ট।

Advertisement

পঞ্চমীর মধ্যেই সমস্ত প্যান্ডেলে ঠাকুর এসে যায়। ২০১৯ সালের মহাপঞ্চমী ৩ অক্টোবর, বৃহস্পতিবার। শাস্ত্র মতে মহাষষ্ঠী পড়েছে ৪ অক্টোবর, শুক্রবার। কিন্তু কলকাতায় পঞ্চমীর আগে থেকেই পুজোর আনন্দে মাতোয়ারা থাকবে সবাই।

Advertisement
Advertisement

মহাসপ্তমী শুরু হবে ২০১৯ এর ৫ অক্টোবর, শনিবার। সেদিনই নবপত্রিকা স্নানের মাধ্যমে গুরু শাস্ত্র মতে ঢাকে কাঠি পড়বে পুজোর। ২০১৯ সালের মহাঅষ্টমী পড়েছে ৬ অক্টোবর, রবিবার। অষ্টমীর দুপুর ১টা ৫৭ মিনিটে সন্ধিপুজা শুরু হচ্ছে, আর শেষ হবে ২টা ৪৫মিনিটে।

২০১৯ সালের মহানবমী পড়েছে ৭ অক্টোবর, অর্থাৎ সোমবার। মহাদশমী পড়েছে ৮ অক্টোবর, মঙ্গলবার।আর এর সাথেই শেষ হতে চলেছে ২০১৯ সালের দূর্গাপুজার পর্ব। সূর্যাস্তে সিঁদুর খেলার আনন্দে গা ভাসিয়ে উমাকে বিদায় জানাবে বাঙালী। তারপর থেকেই শুরু হবে আরও একটা বছরের অপেক্ষা। আর বোল উঠবে ‘আসছে বছর আবার হবে’।

Advertisement

Related Articles

Back to top button