নিউজ

এবার পুজোয় কি ভাসাতে চলেছে বৃষ্টি? কি জানালেন আবহাওয়াবিদরা, জেনে নিন

Advertisement
Advertisement

মরশুমের শেষ মুহূর্তে এসে বড় ইনিংস খেলতে চলেছে বর্ষা। পুজো শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। কিন্তু বাঙালির কপালে এখনো চিন্তার ভাঁজ। সেপ্টেম্বর এর শুরুতে বর্ষা বিদায় নেওয়ার কথা কিন্তু সেপ্টম্বর এর মাঝামাঝি সময় হয়ে গেল, তারপরেও কদিন এর মধ্যে বৃষ্টি বন্ধের আশঙ্কা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষা বিদায় নেবে সেপ্টেম্বর এর শেষে বা অক্টোবর এর প্রথম সপ্তাহে। তারা মনে করছেন এবার মা দুর্গা আসবে বৃষ্টি নিয়েই। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী অঞ্চলগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা ৷

Advertisement
Advertisement

কলকাতা-সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। এছাড়াও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার প্রভৃতি উত্তর বঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজো নিয়ে প্রতিটি বাঙালির আলাদা একটি আবেগ থাকে। তাই সকলেই চাই পুজোয় যাতে বৃষ্টি না হয়। এবার শুধু দেখার এবার পুজোয় মা দুর্গা বাঙালির মন রাখবে না ভাসাবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button