নিউজদেশ

সোমবার কলকাতায় আসতে পারেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক মঙ্গলবার

বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে নিজের জন্য ভোট চাইতে পারেন দ্রৌপদী মুর্মু

Advertisement
Advertisement

সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রাখতে চলেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিজেপি শিবিরের এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দুদিনের সফরে কলকাতায় আসতে চলেছেন বলে সূত্রের খবর। গত শনিবার তার কলকাতা আসার কর্মসূচি থাকলেও শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আতদায়ীদের হাতে প্রাণ হারালে দ্রৌপদীর কর্মসূচি কিছুটা স্থগিত করে দেওয়া হয়। তবে রবিবার জানা যায় সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন এবং দমদম বিমানবন্দরে থেকে স্বাগত জানাতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ঐদিন রাত্রে নিউ টাউনের একটি বেসরকারি হোটেল আশ্রয় স্থল হতে চলেছে দ্রৌপদীর।

Advertisement
Advertisement

এর পরের দিন মঙ্গলবার ওই হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা দ্রৌপদীর। সেই বৈঠকে নিজের হয়ে বিজেপি বিধায়কদের কাছে ভোট চাইতে পারেন তিনি। বর্তমানে এই রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা ৭০। কিন্তু এই বৈঠকে যোগ দেবেন না দুজন বিধায়ক। শারীরিক অসুস্থতার কারণে বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী বৈঠকে যোগ দেবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহের পিতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাই পবনকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে।

Advertisement

তবে মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে তিনি ফিরে যাবেন। এখনো পর্যন্ত বিজেপির পরিষদীয় দলের সূত্রে কোন নির্দিষ্ট সূচি চূড়ান্ত করা হয়নি। তবে দ্রৌপদী কলকাতায় এলে তার কর্মসূচি কিছুটা বদলাতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button