নিউজপলিটিক্সরাজ্য

যদি কেউ চাকরি দেওয়ার নাম করে টাকা চায়, তাকে এক পয়সা দেবেন না, সোজা FIR করুন, মমতা

Advertisement
Advertisement

রাজ্যে চাকরির জন্য কাউকে টাকা দেবেন না। আজ বুধবার উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর এর একটি দলীয় কর্মসূচি থেকে এরকম ভাষাতেই জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি বার্তা দিয়েছেন, যারা পরীক্ষা নেওয়া দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি স্থায়ীকরণ সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই তাদের চাকরি চলে যেতে পারে।

Advertisement
Advertisement

গোপালনগর এর জনসভা মমতা বলেছেন,”চাকরি পাওয়ার জন্য কাউকে এক পয়সা দেবেন না। যদি কেউ আপনাকে টাকা দিতে বাধ্য করে তাহলে তার নামে এফআইআর করবেন। পাড়ায় যদি বহিরাগতরা ঢোকে তাহলে তাদের আটকাবেন। তাদের বিরুদ্ধে এফআইআর করবেন। আর যদি পুলিশ এফআইআর নিতে না চায়, তাহলে সরাসরি আমাদের কার্যালয়ে যোগাযোগ করবেন। আমরা ব্যবস্থা নেব।”

Advertisement

প্রসঙ্গত, তৃণমূলের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ বেশ কয়েকদিন ধরে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন সময়ে থেকে এই অভিযোগ উঠতে শুরু করেছিল। পরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ আরো জোরালো হতে শুরু করে। এছাড়াও, বিরোধীরা অভিযোগ জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদে নিয়োগের জন্য তৃণমূল নেতারা মোটা টাকা আদায় করেছেন মানুষদের কাছ থেকে।

Advertisement
Advertisement

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা দিলেন,”যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি স্থায়ীকরণ সম্ভব নয়। আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা করি। কিন্তু আমাকে আইন মেনে চলতে হয়।”

Advertisement

Related Articles

Back to top button