নিউজদেশ

জরুরী বার্তা, PNB ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এক্ষুনি করুন এই কাজ, নয়তো বন্ধ হবে সব লেনদেন

৩১ আগস্ট, ২০২৩ এর আগে eKYC তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে

Advertisement
Advertisement

আজকালকার দিনে প্রায় প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখেন। এরমধ্যে যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য এল বড় আপডেট। ব্যাঙ্ক সরাসরি জানিয়ে দিয়েছে যে পিএনবি একটি বড় পরিবর্তন করতে চলেছে যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক ওই দিনের পর থেকে আর্থিক লেনদেনসহ অনেক ব্যাঙ্কিং কাজকর্ম আর করতে পারবেন না। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে এক্ষুনি এই বিষয় নিয়ে সাবধান হতে হবে। নয়তো আপনি সমস্যায় পড়তে পারেন।

Advertisement
Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের RBI নিয়ম অনুযায়ী ৩১ আগস্ট, ২০২৩ এর আগে তাদের eKYC তথ্য আপডেট করার জন্য একটি সতর্কতা পাঠাচ্ছে। গতকাল ২ আগস্ট ব্যাঙ্ক একটি প্রেস রিলিজে মাধ্যমে জানিয়েছে যে যেই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে eKYC নেই তাঁরা বড় সমস্যায় পড়তে পারেন। প্রত্যেকের ব্যাঙ্কের সাথে কানেক্ট করা মোবাইল নম্বরে এই মেসেজ গেছে। কি করে করবেন চেক করবেন PNB eKYC স্ট্যাটাস? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

Advertisement

আপনার শংসাপত্রের সাথে অনলাইনে PNB অ্যাকাউন্টে লগইন করুন

Advertisement
Advertisement

ব্যক্তিগত সেটিংসের অধীনে > কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন

আপনি যদি আপনার KYC আপডেট করতে চান তবে এটি সেখানে লেখা থাকবে

Advertisement

Related Articles

Back to top button