ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: দীপাবলির আগে এই ব্যবসা শুরু করুন, আয় হবে লক্ষ লক্ষ টাকা, জানুন পদ্ধতি

যদি আপনিও চাকরি ছেড়ে ব্যবসা করার পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই

Advertisement
Advertisement

আর কিছুদিনের মধ্যেই ভারতে পালিত হতে চলেছে আলো এবং রোশনাইয়ের উৎসব দীপাবলি। এই উৎসবে প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। অনেকে ঘি অথবা তেল দিয়ে প্রদীপ জ্বালালেও, সম্প্রতি ভারতের বাজারে জল দিয়ে জ্বালানো যেতে পারে এরকম প্রদীপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। না বিদ্যুৎ, না তেল অথবা ঘি, প্রচলিত কোন রূপ জ্বালানির প্রয়োজন হবে না এই ধরনের প্রদীপ জ্বালাতে। ভারতের বেশকিছু স্টার্টআপ কোম্পানি দীপাবলীর আগে এই ধরনের প্রদীপ বাজারে নিয়ে আসতে শুরু করেছে। আসলে এই ধরনের প্রদীপে একটি বিশেষ সেন্সর লাগানো রয়েছে, যেগুলি জলের সংস্পর্শে আসলেই জ্বলতে শুরু করে। যদি আপনি ভারতের বড় বড় কিছু হোলসেল মার্কেট যেমন দিল্লী, মুম্বাই অথবা কলকাতায় থাকেন, যেখানে ধুমধাম করে কালিপুজো অথবা দীপাবলি উদযাপন হয়, তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় সুযোগ। প্রদীপ থেকে শুরু করে রং, বাজি, ইত্যাদি সমস্ত ধরনের জিনিস বিক্রি করে আপনারা পুজোর আগে মোটা টাকা মুনাফা কামাতে পারবেন খুব সহজে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি পুজোর আগে শুরু করবেন নিজের ব্যবসা।

Advertisement
Advertisement

প্রদীপের ব্যবসার কথা তো আগেই বলা হয়েছে। তবে এছাড়াও দীপাবলিতে আরো একটি জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হল রং। পুজোর মরশুমে, বিশেষ করে দীপাবলিতে প্রায় প্রত্যেকের বাড়িতেই রঙ্গলি তৈরি করা হয়। দীপাবলি, হোলি অথবা নবরাত্রি, ভারতের উৎসব মানে সেখানে রঙের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তাই এই পূজোর মরশুমের আগে, একটি ছোট রঙের দোকান করে আপনারা কামাতে পারবেন মোটা টাকা। অথবা যদি আপনি ভেষজ রং তৈরি করার একটি প্লান্ট স্থাপন করতে পারেন, তাহলে তো আপনার মুনাফা হবে অনেক বেশি।

Advertisement

Advertisement
Advertisement

বাজার বিশেষজ্ঞদের কথায়, পুজোর মরশুমে প্রায় সকলেই কিন্তু নিজের পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার কিনে থাকেন। আর এই সমস্ত উপহারের মধ্যে অন্যতম হলো খেলনা। তবে ভারতের মার্কেটে এই মুহূর্তে চীনের তৈরি খেলনা একটা বড় জায়গা দখল করে রয়েছে। খেলনা তৈরির ক্ষেত্রে চীন এশিয়ার সবথেকে বৃহত্তম দেশ এবং এই কারণে শুধুমাত্র ভারত কেন এশিয়ার প্রত্যেকটি দেশেই চীনের খেলনার অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে। তবে, চীনের খেলনার জনপ্রিয়তা বেশি থাকলেও ভারত সরকার এই মুহূর্তে ভারতে নির্মিত খেলনার জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে জোর কদমে। আপনিও যদি ভারত সরকারকে এই কাজে সাহায্য করতে চান তাহলে আপনিও নিজের উদ্যোগে এরকম একটি খেলনার কারখানা তৈরি করতে পারেন। তাহলে একদিকে যেমন আপনার মুনাফা হবে বহু গুণ, তেমনি একইভাবে ভারতের খেলনার মার্কেটে চীনের প্রাধান্য কমবে। তবে হ্যাঁ, এই ব্যবসায় নামার আগে অবশ্যই আপনার খেলনার বাজারের ব্যাপারে সম্যক জ্ঞান অর্জন করে নিতে হবে।

এছাড়াও আপনারা দীপাবলীর আগে ডেকোরেটিভ লাইটের একটি ব্যবসা করতে পারেন। এই ধরনের আলোর চাহিদা দীপাবলীর সময়ে অত্যন্ত বেশি থাকে। এই ব্যবসা শুধুমাত্র যে দীপাবলীর সময়টুকুতে বাড়বে, সেরকমটা কিন্তু নয়। সারা বছরই এই ধরনের বিশেষ ডেকোরেটিভ আলোর চাহিদা থাকে। তাই যদি আপনারা এই ধরনের আলোর ব্যবসা করেন তাহলে সারা বছর আপনার মুনাফা বজায় থাকবে এবং চাহিদা অনুযায়ী আপনার লাভের পরিমাণ উত্তরোত্তর বাড়বে।

Advertisement

Related Articles

Back to top button