দেশনিউজ

আজব কান্ড! স্ত্রীর গজ দাঁত থাকার কারনে তালাক স্বামীর

Advertisement
Advertisement

হায়দ্রাবাদ : ভারতবর্ষে বধূ নির্যাতন কোনো নতুন ব্যাপার নয়। এই বিষয়ে প্রতিবছর হাজার হাজার মামলা দায়ের হয়। একাধিক বার দেখা গিয়েছে, মেয়ের পরিবারের লোক পণ দিতে না পারলে মেয়ের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। শশুর,শাশুড়ি, স্বামীর নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের। এমনকি এই পণের কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদের এরকম কারণ আগে হয়তো শোনেননি। স্ত্রীর গজ দাঁত থাকার কারণে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন স্বামী।

Advertisement
Advertisement

হায়দ্রাবাদের বাসিন্দা রুকসানা বেগম তার স্বামী মুস্তাফার নামে এমনটাই অভিযোগ করেছে থানায়। তার অভিযোগ, ‘বিয়ের সময় তাদের বিয়ের সময় তার বাপের বাড়ী থেকে পণ নিয়েই বিয়ে করেছিল তার স্বামী। কিন্তু তার পরেও বাইক এবং আরও সোনা আনার জন্য শশুর বাড়ী থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু তিনি এইসব কিছু না আনার জন্য তাকে চরম অত্যাচার করা হয়’।

Advertisement

একদিন তাকে হঠাৎই তালাক দেন তার স্বামী। তালাক এর কারণ হিসেবে তার স্বামী মুস্তাফা জানিয়েছিলেন, রুকসানার গজ দাঁত থাকার কারণে তাকে তালাক দিচ্ছেন। তারপরেও মুস্তাফা এবং মুস্তাফার পরিবারের লোকজন রুকসানাকে ১৫ দিন ঘরে বন্ধ করে রাখে। এরপর রুকসানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই সুযোগে রুকসানা পুলিশ এর কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

Advertisement
Advertisement

রুকসানার অভিযোগের ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মামলা লঘু করে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এরপর থেকে মুস্তাফাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। একাধিকবার মুস্তাফার ফোনে কল করার পরেও পাননি তাকে। রুকসানা কি সুবিচার পাবে? তার আশায় দিন গুনছে তার পরিবারের লোকজন।

Advertisement

Related Articles

Back to top button