Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

“দিদিমণি জেলে বসে ভাইদের সাথে মিটিং করবে”, মমতাকে কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষ আজ অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হলো আজ। বাকি আর তিন দফা নির্বাচন। কিন্তু এর মাঝেও তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। আজ অর্থাৎ শনিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তর ২৪ পরগনার গুমায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা থেকে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন। আসলে তিনি আজকে অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন।

Advertisement
Advertisement

দিলীপ ঘোষ আর জনসভায় দাঁড়িয়ে বলেন, “দিদি আপনার মনের ইচ্ছা পূরণ হবে জেলে বসেই। জেলে ভাইদের সাথে মিটিং করবেন। ২ মে এর পর আর দোকান খোলার লোক পাবেন না। তখন ফল বেরোলে তৃণমূলের দাঁড়ানোর কোন প্রার্থীও পাওয়া যাবে না। টাকা দিয়ে পার্থী ভাড়া করতে হবে।” এছাড়াও তিনি বিদ্রুপ করে বলেছেন, “যে যেমন নেতা তাকে তেমন জেলে পাঠানো হবে। পঞ্চায়েত সমিতির লোক হলে তাকে বারাসাত জেলে রাখা হবে। এমএলএ হলে দমদম সেন্ট্রাল জেল তার ঠিকানা। এমপি বা খাদ্যমন্ত্রী হলে তাকে ভুবনেশ্বরে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেব। দিদি প্রায়ই বলে আমি জেল থেকে ভোট জিতবো। লালুর মত! যাইহোক দিদিকে বলি, আপনাকে আর একা যেতে হবে না। আপনার ভাইদের নিয়ে আপনি জেলে যাবেন।”

Advertisement

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর হয়ে প্রচার করতে গিয়েছিলেন। ওই অঞ্চলে বিপক্ষ তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে বলেছেন, “এখানকার খাদ্যমন্ত্রীকে ভুবনেশ্বর জলের ব্যবস্থা করে দেব।” এছাড়াও তিনি বিদ্রুপ করে বলেছেন, “দিদিমণি কোথাও গেলে কালো গাড়ির লাইন লেগে যায়। ক্ষমতায় এলে প্রথমে চুরি করা টাকায় কেনা ওই গাড়িগুলিকে নিলাম করে দেব। সব অরাজকতার তদন্ত করব।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button