খেলাক্রিকেট

জায়গা পাননি প্লে-অফে, বাড়ি ফিরেই বাবার হাতে মার খেলেন শিখর ধাওয়ান, ভিডিও ভাইরাল

চলতি আইপিএলে মোটের উপর বেশ ভালই ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সর্বসাকুল্যে চলতি আইপিএলে পাঞ্জাবের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৪৬০ রান সংগ্রহ করেছিলেন গব্বর।

Advertisement
Advertisement

চলতি আইপিএলে মোটের উপর বেশ ভালই ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সর্বসাকুল্যে চলতি আইপিএলে পাঞ্জাবের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৪৬০ রান সংগ্রহ করেছিলেন গব্বর। তবে তাতেও চিড়ে ভেজেনি! চলতি বছর আইপিএলের গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরতে হয়েছে পাঞ্জাব কিংসকে।

Advertisement
Advertisement

গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফিরে বাবার কাছে হরদম মার খেলেন শিখর ধাওয়ান। যে ভিডিও দেখতে না দেখতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি ফিরেছেন শিখর ধাওয়ান আর হঠাৎই তার বাবা মহিন্দর পল ধাওয়ানকে ছেলেকে লাথি ও ঘুঁষি মারছেন। এক পর্যায়ে শিখর ধাওয়ান মাটিতে লুটিয়ে পড়েন। তবে তার পরেও চলতে থাকে বাবার গণপিটুনি।

Advertisement

আসলে ঘটনাটি সত্যি মনে হলেও শুধুমাত্র রিল ভিডিও বানানোর উদ্দেশ্য এবং ক্রিকেটপ্রেমীদের আনন্দের খোরাক বানাতে এমন ভিডিও বানিয়েছেন শিখর ধাওয়ান। ইতিপূর্বেও ধাওয়ান বিভিন্ন সময়ে তার সমর্থকদের উদ্দেশ্যে হাস্যকর সমস্ত ভিডিও বানিয়েছেন। এই ভিডিওটিও তারই অঙ্গ। মজা করে ভিডিওতে শিখর ধাওয়ানের বাবা মারতে মারতে একপর্যায়ে হেসে ফেলেছে।

Advertisement
Advertisement


চলতি আইপিএলের মেগা আসর বেশ ভালোই কেটেছে শিখর ধাওয়ানের। দলের পারফরম্যান্স তলানীতে থাকলেও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে নিজের পথ চলা শেষ করেছেন তিনি। ৩৮.৩৩ গড়ে চলতি আইপিএলে মোট ৪৬০ রান এসেছে তার ব্যাট থেকে।

Advertisement

Related Articles

Back to top button