টলিউডবিনোদন

ভুল হলে ক্ষমা করে দিন, তবুও রাজ্য ছেড়ে যাবেন না, অনুরোধ সাংসদ দেবের

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: করোনা পরিস্থিতিতে সমগ্র দেশের টালমাটাল অবস্থায় যুদ্ধ করে চলছে প্রতিটি দেশবাসী, এক মারন ভাইরাসের বিরুদ্ধে। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতিতে সামাল দিতে সরব হলেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব। গত শনিবার পশ্চিম মেদিনীপুরে নিজ লোকসভা কেন্দ্রে গিয়ে সাংবাদিক সম্মেলনে সামিল হন তিনি, সঙ্গে চলে মন্ত্রীবৈঠকও।

Advertisement
Advertisement

এদিন বিভিন্ন ইস্যুতে আলোকপাত করে সেগুলির সমাধান করা প্রসঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন দেব। বাইরের রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি এবং বিনামূল্যে তারা যাতে রাজ্যে ফিরতে পারে সেই বিষয়েও মুখ্যমন্ত্রীসহ অন্যান্য গরিষ্ঠ দলনেতাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন তিনি।

Advertisement

সদ্যই একটি খবরে আলোড়ন ওঠে বাংলায়। বর্তমানের কঠিন পরিস্থিতিতে যেখানে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এমত অবস্থায় রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বহু নার্স। এই প্রসঙ্গে সাংসদের বক্তব্য, তিনি যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হতেন তাহলে এই পরিস্থিতিতে তিনি কখনোই রাজ্য ছেড়ে যেতেন না বরং পরিস্থিতির মোকাবিলা করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লড়াইয়ে সামিল হতেন। রাজ্য ছেড়ে চলে যেতে চাওয়া নার্সদের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করে পরে তাদের প্রতি হাতজোড় করে অনুরোধ জানিয়ে রাজ্যে থেকে যাওয়ার পরামর্শ দেন সাংসদ।

Advertisement
Advertisement

ত্রান বিতরন প্রসঙ্গে দেব জানান, এই এলাকার সবাই একটি পরিবারের স্বরূপ, প্রত্যেককেই যথাসাধ্য রেশন ও অন্যান্য সামগ্রী বিতরন করা হয়েছে। যদিও অভিনেতা উক্ত স্থানে উপস্থিত থাকতে পারেননি কারন দল থেকেই তাকে আসতে নিষেধ করা হয়েছিল ভিড় জমায়েত যাতে না হয় সেই কারনে। ত্রান বিতরনের ছবি পোস্ট নিয়ে নিজমত প্রকাশ করে তিনি জানান, তিনি এরকম পাবলিসিটিতে বিশ্বাসী নন। বর্তমান পরিস্থিতিতে আবারো ঐক্যের বার্তা দিয়ে সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানালেন তিনি। এবং জনকল্যানে ও সাধারন মানুষের মানোন্নয়নে সাংসদ কোটা থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়ার খবরও খোলসা করেন দেব।

Advertisement

Related Articles

Back to top button