টেক বার্তা

লাগবে না লাইসেন্স, কিনে নিন সবচেয়ে সস্তার ই-স্কুটার

Advertisement
Advertisement

সস্তা ফিচার ফোন এবং সস্তা টিভি প্রস্তুত করার জন্য জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানি Detel এইবার বিশ্বের সবচেয়ে সস্তা ই-স্কুটার Detel Easy লঞ্চ করে দিয়েছে। তাদের দাবি যে এই স্কুটারটি কেবল সস্তাই নয়, গ্রাহকদের জন্য এটি বিশ্বাসজনক একটি স্কুটার হতে চলেছে।

Advertisement
Advertisement

দাম : ডেটেল Easy ই স্কুটারটির দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি কেবল একটি সস্তা স্কুটার এমন নয়, এটিকে চালানোর খরচ ও অনেক কম বলে কোম্পানি দাবি করেছে।

Advertisement

ব্যাটারি : Detel Easy ই স্কুটারটিতে ৬ পাইপ নিয়ন্ত্রিত 250W ইলেকট্রিক মটোর দেওয়া হয়েছে। এ দুই চাকা ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক স্পীড ২৫ কিমি প্রতি ঘন্টা বলে জানা যায়। কোম্পানি দাবি করেছে যে এই ই স্কুটার ফুল চার্জের সাথে ৬০ কিমি পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া তারা আরও জানিয়েছেন যে এটিতে ৪৮ভি ১২এ লাইফপিও৪ ব্যাটারি দেওয়া হয়েছে। যাকে ফুল চার্জ দিতে কেবল ৮ ঘন্টা সময় লাগবে কোম্পানির ধারনা।

Advertisement
Advertisement

লাইসেন্সের কোনো প্রয়োজন হবেনা : এটির অন্যতম একটি বিশেষত্ব হল এটি চালানোর জন্য গ্রাহকের কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবেনা। এছাড়াও এই স্কুটারটি চালাতে কোনো রেজিস্টেশন সার্টিফিকেটের ও প্রয়োজন হবেনা বলে জানা গিয়েছে । এছাড়াও এটি তাদের জন্য ও সুবিধের হবে যে সব গ্রাহকদের অল্প দূরত্বের যাত্রা করতে হয়।

হেল্মেটের দিতে হবেনা দাম : গ্রাহক যদি এই ই-স্কুটারটি কেনেন তবে সুরক্ষা সচেতনতার জন্য কোম্পনি তরফ থেকে তিনি একটি হেলমেট পাবেন সম্পূর্ন বিনামূল্যে। এটি স্কুটারটিতে এক সময়ে দুই জন যাত্রা করতে পারেন। গ্রাহক এই স্কুটারটিতে ৩ রঙের বিকল্প পাবেন। রঙের বিকল্প গুলি হল জেট ব্ল্যাক, পার্ল হোয়াইট ও মেটালিক রেড।

Advertisement

Related Articles

Back to top button