দেশনিউজ

মহারাষ্ট্রে শক্তি প্রদর্শন অবিজেপি জোটের, সংখ্যালঘু সরকার গঠন নিয়ে তোপ বিজেপিকে

Advertisement
Advertisement

অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে নাটকের মাঝে সবাই তাকিয়ে রয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। গতকাল দুই পক্ষের শুনানি সম্পূর্ণ হয়েছে। আজ সেই মামলায় রায় ঘোষণা করবে সর্বোচ্চ আদালত। জানা যাবে, ভোর রাতে গঠন করা বিজেপি সরকার নাকি গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন জানানো অবিজেপি জোট কে ঠিক থাকবে মসনদে।

Advertisement
Advertisement

তবে আদালতের রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় উদ্ভব ঠাকরে, শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। জোটের দুই প্রভাবশালী মারাঠাম্যান ঠাকরে ও পাওয়ার গতকাল সন্ধ্যায় বাণিজ্য নগরীর হোটেল হায়াত-এ ১৫৮ জন বিধায়ককে নিয়ে হাজির হলেন মিডিয়ার সামনে। বিজেপির ‘সংখ্যালঘু সরকার’ গঠনের অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে সরব হলেন। একই সঙ্গে দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার সাথে রয়েছে, অজিত পাওয়ারের এই দাবিকে নস্যাৎ করলেন।

Advertisement

এদিন সন্ধ্যায় হোটেল হায়াত-এ শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের বিধায়কদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হন উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ার। এর আগে অবশ্য রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে ১৫৮ জন বিধায়কের সই সম্বলিত চিঠি দেন বিজেপি বিরোধী জোটের নেতারা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button