অফবিট

ডাবল ধামাকা! দিল্লির আকাশে একসঙ্গে দুটো রামধনু, দেখুন ভিডিও

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – বসন্তের আকাশ নানা রূপে আমাদের কাছে ধরা দিচ্ছে। করোনা ভাইরাস এর জন্য গোটা বিশ্বে লকডাউন চলছে। ভারত বর্ষ লকডাউনের অনেকগুলো দিন পেরিয়ে গেল। করোনা ভাইরাস আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, অনেক দুঃখ দিয়েছে। কিন্তু যে জিনিসটি দিয়েছে তা হল দূষণের মাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে ঘরের মধ্যে বন্দি করে রেখে, প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুনভাবে।

Advertisement
Advertisement

বসন্তে চারিদিকে সাজো সাজো রব। তবে মহাকাশও কোন অংশে কম যাচ্ছে না। কয়েকদিন আগে গোলাপী চাঁদ এর ছটায় গোটা আকাশ একেবারে মুখরিত হয়েছিল। এবার দিল্লির আকাশে দেখা গেল দুটো রামধনু একসঙ্গে। দূষণের মাত্রা কমে যাওয়ার ফলে এত পরিষ্কার ঝকঝকে আকাশ দিল্লিবাসী অনেকদিন পর দেখল। কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টিপাত শেষ হওয়ার পর যখন টুকরো টুকরো মেঘ এর পাশে সূর্যিমামা উঁকি দিচ্ছে, ঠিক সেই সময়ই দুটি রামধনু একসঙ্গে উঠে পড়ল।

Advertisement

Advertisement
Advertisement

তাই দেখে অনেকে এই মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ছবিটি একেবারে ভাইরাল হয়ে গেছে। অনেকে ভিডিও করেছেন। সাধারণত রামধনু একটি দেখা যায়। শুধু এমন দুটি রামধনু একসঙ্গে খুব কম চোখে পড়ে। লকডাউন এমন খারাপ হলেও প্রকৃতি মাঝে মাঝে আমাদের যা ধামাকা দিচ্ছে তাতে মনটা হালকা হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস না হলে লকডাউন হতো না, আর লকডাউন নাহলে এমন সুন্দর দৃশ্য কোথায় দেখতে পেতাম?

Advertisement

Related Articles

Back to top button