দেশনিউজ

‘ধর্ষণের সময় নাবালক ছিলাম’ অভিযুক্তের দাবি খারিজ করল দিল্লি হাইকোর্ট

Advertisement
Advertisement

দিল্লি হাইকোর্ট আজ নির্ভয়া মামলায় একটি রায় দানের সময় এক অভিযুক্তের ঘটনার সময় নাবালক হওয়ার অভিযোগ খারিজ করলো এবং আদালতকে ভুলপথে চালিত করার জন্যে তার আইনজীবীকে ২৫,০০০ টাকা জরিমানা করলো। মৃত্যুদণ্ডে দণ্ডিত চার আসামীর মধ্যে পবন কুমার গুপ্তা দাবি করেছিলো যে, ঘটনার সময় সে নাবালক ছিল, তখন ঠিকভাবে তার ডাক্তারি পরীক্ষা করা হয়নি, তাই আদালত যেন তাকে চরমতম শাস্তি না দেয়।

Advertisement
Advertisement

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কাইতের এজলাসে আজ উঠেছিল মামলাটি। সেখানে বিচারপতি সুরেশ কাইত বলেন, পবন কুমার গুপ্তার আইনজীবী এপি সিং আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন, তাকে বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না। এপি সিং এর আগে দিল্লি হাইকোর্টে তার মক্কেল পবন কুমার গুপ্তের ঘটনার সময় নাবালকত্বের সপক্ষে প্ৰমাণ পাঠান।

Advertisement

আর পড়ুন : গণভোট করাক রাষ্ট্রসংঘ, বিজেপিকে চ্যালেঞ্জ করে বললেন মমতা

এদিন সেইসব প্রমাণ খারিজ করে দেন বিচারপতি সুরেশ কাইত। এপি সিং এর বিরুদ্ধে আদালতকে ভুল পথে চালিত করার অভিযোগে দিল্লি বার কাউন্সিলকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি সুরেশ কাইত। এপি সিংকে ২৫,০০০ টাকা জরিমানাও করা হয়।

Advertisement
Advertisement

২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হয়। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান তিনি। ঘটনার পর এক নাবালক সহ ছয়জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সেই নাবালক আসামীই এই পবন কুমার গুপ্তা, যাকে বাকি তিন জীবিত আসামির সাথে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।

Advertisement

Related Articles

Back to top button