দেশনিউজ

আজ থেকে মদ কিনলে দিতে হবে ৭০% ‘করোনা সেস’, সিদ্ধান্ত সরকারের

Advertisement
Advertisement

লকডাউনের তৃতীয় দফায় সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই অনুমতি মিলতেই দোকানে দোকানে সুরাপ্রেমীদের লম্বা লাইন পরে যায়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। সোমবারের এই পরিস্থিতি দেখে নয়া দিল্লিতে মঙ্গলবার থেকে কেজরিওয়াল সরকার মদের ওপর করোনা ভাইরাস সেস প্রয়োগ করেছে। এই সেসের জন্য প্রায় ৭০ শতাংশ দাম বৃদ্ধি পাবে মদের।

Advertisement
Advertisement

সোমবার মদের ওপর করোনা ফি চাপানোর কথা ঘোষণা করেন দিল্লি সরকার। দিল্লিতে মদের দোকান খোলার সময়সীমা সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৬ টা পর্যন্ত। কেন্দ্রের নির্দেশের পর সোমবার প্রায় ১৫০ টি দোকান খোলা হয় দিল্লিতে। দীর্ঘদিন পর মদের দোকান খোলার পর মানুষের ভিড় জমে যায়। বিভিন্ন বিধিনিষেধ থাকা সত্বেও কোথাও সেই নিয়ম মানতে দেখা যায়নি।

Advertisement

সোমবার রাতে দিল্লি এক্সাইজ আইনের ৮১ ধারার ১ উপধারার অধীনে সেস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  দিল্লিতে মদের উপর ৭০ শতাংশ সেস বসানো হয়েছে। অর্থাৎ যে মদের দাম ১০০০ টাকা, সেটাতে ৭০ শতাংশ সেস বসে দাম হবে ১৭০০ টাকা। সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে যেখানে মানুষ সব নিয়ম কানুন মানবে সেখানে মদের দোকান খোলা রাখা হবে।

Advertisement
Advertisement

দিল্লিতে এই দাম বৃদ্ধির ফলে একদিকে যেমন সরকারের রাজস্বের পরিমান বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ভিড় অনেকটা কমানো যাবে বলে মনে করা হচ্ছে। যে কোনো সরকারের ক্ষেত্রেই রাজস্বের পরিমান বৃদ্ধি হলে অনেকটাই আয় বৃদ্ধি পায়। সুতরাং এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে বেশ অনেকটা পরিমান আয় হবে দিল্লি সরকারের, তা মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button