বলিউডবিনোদন

Deepika Padukone: পর্দার মাস্তানি আকাশের ছবি ডিপি দিতেই শোরগোল নেটপাড়ায়, অসন্তুষ্ট ভক্তমহলের একাংশ

×
Advertisement

এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা পাডুকোন। দেশের সেরাদের মধ্যেও তিনি অন্যতম। চলতি বছরে অস্কারের মঞ্চেও দেখা মিলেছিল তার। সেদিন তার লুক রীতিমতো নজর কেড়ে নিয়েছিল সকলের। অবশ্য তার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতে নিজেই শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে নিজের প্রোফাইল পিকচার বা ডিপি পরিবর্তন করেই চর্চায় অভিনেত্রী। যার ফলস্বরূপ নেটজনতার একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সোজা কথায় বলতে, তার শেয়ার করা ছবি দেখে অসন্তুষ্ট নেটজনতার একাংশের পাশাপাশি তার ভক্তমহলের একাংশও।

Advertisements
Advertisement

খুব সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দুটি আকাশের ছবি শেয়ার করে নিয়েই চর্চায় উঠে এসেছেন। দুটি ছবি দুটি সময়ের, তা ছবিতে নজর রাখলেই স্পষ্ট হবে। দুটি ছবিতে ধরা দিয়েছে মেঘেদের দুই ধরনের রূপ, যা মুগ্ধ করেছে অভিনেত্রীকে। চোখ জুড়িয়েছে নেটজনতার একাংশেরও। এমনকি অভিনেত্রী ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে লিখে জানিয়েছেন, তিনি মেঘেদের ছবি তোলার আবেশে মোহিত হয়েছেন। তবে সেই আকাশের ছবি নিজের ডিপিতে লাগাতেই শোরগোল নেটপাড়ায়।

Advertisements

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী এই মেঘেদের ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই নেটজনতার একাংশ একাধিক কথার তীরে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে। বেশিরভাগেরই প্রশ্ন, তিনি নিজের প্রোফাইল পিকচারে কেন আকাশের ছবি লাগিয়েছেন? আবার কেউ তার ডিপি দেখে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির মন্তব্যের তালিকায় নজর রাখলেই এমন একাধিক কটাক্ষজনক মন্তব্য নজরে আসবে। আপাতত বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের ডিপি বদলানোর সূত্র ধরেই একাংশের মাঝে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তবে এই নিয়ে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়াই মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

Related Articles

Back to top button