নিউজরাজ্য

Dearness Allowance Announcement: ডিএ আন্দোলনের ১০০ তম দিনে হতে পারে বড় ঘোষণা, সরকারের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা

আজ শহীদ মিনারে অবস্থান বিক্ষোভের ১০০তম দিন

Advertisement
Advertisement

আজ শহীদ মিনারের অবস্থান বিক্ষোভের ১০০তম দিন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলকাতায় বিশাল একটি মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে আজকের মিছিলের শেষে একটি বড় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দক্ষিণ কলকাতায় আজ বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার সরকারি কর্মী। হাজরা মোড় থেকে শুরু হবে এই মিছিল এবং মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব দিয়ে যাবে এই মিছিলটি। শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের দুয়ারে পৌঁছে যাবে এই মিছিল। ফলে বলা যেতে পারে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা আন্দোলনকারীদের কাছে।

Advertisement
Advertisement

মহার্ঘ ভাতার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদের স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবি জানানো হবে আজকের মিছিল থেকে। সুপ্রিমকোর্টে শুনানি পিছিয়ে গিয়েছে এই মহার্ঘ ভাতার মামলার। হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত বৈঠক ভেস্তে গিয়েছে। এই আবহাওয়া এবার আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ঘোষণা করেছিলেন মহার্ঘ ভাতার আন্দোলনকারীরা। সেই পরিচিতিতে এবারে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ একটি বড় ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ৬ মে মহামিছিলের পর মহার্ঘ ভাতা ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এই নিয়ে যদিও আগেই আভাস দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এর আগে গত মাসেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সরকারের উচ্চপদস্থ আমলারা। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা এখনো মেটেনি। ফলে বৈঠক নিষ্ফল গিয়েছে। এরপরেই চরম পদক্ষেপের ঘোষণা করেন সরকারি কর্মচারীরা।

Advertisement

এদিকে প্রাথমিকভাবে পুলিশ আজকের মিছিলের অনুমতি না দিলেও আন্দোলনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি রাজাশেখর মান্থার এই মামলার শুনানি হয়েছিল। বিচারপতি মিছিলের অনুমতি দেন এবং তিনি পর্যবেক্ষণে প্রশাসনকে প্রশ্ন করেন, ‘শান্তিপূর্ণ মিছিল হলে আপনাদের অসুবিধা কোথায়?’ এদিকে সরকারি কর্মীদের দাবি মেনে মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত চাপিয়ে দেন বিচারপতি মান্থা। সেই মতো আজ দুপুর ১ টা থেকে বিকেল ৪টের মধ্যে আয়োজন করতে হবে এই মহামিছিলের। হাজরা রোড থেকে শুরু করে হরিশ মুখার্জী রোড ক্রসিং পর্যন্ত যাবে এই মিছিল। তারপর সেটি ডান দিক বেঁকে হরিশ মুখার্জী রোডে ঢুকবে। তারপর ডিএন ঘোষ রোড ক্রসিং পর্যন্ত গিয়ে মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে উঠবে। সেখান থেকে তারা আবার হাজরা মোড়ে ফিরে আসবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button