ভাইরাল & ভিডিও

Dance Video: ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’এর তালে মঞ্চ কাঁপালো এই হবু ইঞ্জিনিয়ার, দেখেই প্রশংসায় ভারাচ্ছে নেটমহল

×
Advertisement

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

Advertisements
Advertisement

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক হবু ইঞ্জিনিয়ার নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে কনিকা গোপাল নামের এক যুবতীকে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তিনি নিজে একজন হবু ইঞ্জিনিয়ার। অবশ্য সেকথা তিনি নিজেই নিজের প্রোফাইলে উল্লেখ করেছেন। পড়াশোনার পাশাপাশি এটাই হল তার ভালো থাকার রসদ। তার শেয়ার করা এই রিল ভিডিওতে তাকে বলিউডের ৯০ দশকের অন্যতম জনপ্রিয় হিট আইটেম নম্বরে দেখা গিয়েছে। এদিন লাল শাড়িতে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’এর তালেই মাধুরী দীক্ষিতকে টেক্কা দিয়েছেন তিনি। এমন কথাই বলছেন নেটজনতার একাংশ। তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটজনতার অনেকাংশ। সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই। আপাতত, ৪ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনায় এই নাচ আর মঞ্চই যে তাকে প্রাণবন্ত রেখেছে , তা তার রিলের ক্যাপশনে নজর দিলেই স্পষ্ট হবে। বর্তমান প্রজন্মের মাঝেও যে এই ঝলক বেশ ভাইরাল, তার আর আলাদাভাবে বলার নয়।

Related Articles

Back to top button