Dance Video: ‘দো ঘুট’, সরকারি স্কুলের এক ছাত্রীর নজর কাড়া নাচ, প্রশংসায় ভরাচ্ছেন নেটমহলের একাংশ
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রায় সকলেই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে চান। আর সেক্ষেত্রে যে অনেকেই সফল হন, তা আর বলার অপেক্ষা রাখে না। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন তাহলে তিনি যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যান বহু মানুষের কাছে, সেকথা অবশ্য আলাদাভাবে না বললেও চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে প্রশংসা থামাতে পারছেন না নেটমহলের একাংশ।
সম্প্রতি ইনস্টাগ্রামের একটি অফিসিয়াল পেজ ‘ভিডিও নেশন টেব’ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক স্কুলের ছাত্রীকে বলিউডের হিট গানে নজর কাড়া নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। সম্ভবত এটি একটি সরকারি স্কুলের কোন অনুষ্ঠানের ঝলক। সেখানেই সকল ছাত্রীদের নাচে গানে একসাথে আনন্দ করতে দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে স্কুলে সকলের সাথে নাচ করার সময় বলিউডের হিট গান ‘দো ঘুট’এর তালেই এক ছাত্রীকে দুর্দান্ত, দক্ষ নাচ পরিবেশন করতে দেখা দিয়েছে। স্কুল ড্রেসেই এই গানের সাথে নেচেছেন তিনি। তার এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশ তার নাচের প্রশংসা করেছেন। নিঃসন্দেহে বলা চলে এই ছাত্রীটি খুব দক্ষতার সাথেই নিজের মতো করে এই গানের তালে নাচ্ছিলেন। নিজের প্রতিভার জোরেই এই মুহূর্তে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছে এই ছাত্রীটি, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে অনেকের মতে, স্কুলের মধ্যে এমন গানের সাথে না নাচাই শ্রেয়। কারণ এতে স্কুলের পরিবেশ নষ্ট হতে পারে বলেই মত একাংশের। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটমাধ্যমের পাতায় ইতিবাচক মন্তব্যের ভিড় অনেকটাই বেশি।