সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।
মেষ– দিনটায় সকাল থেকেই আলসেমির ভাব থাকবে। কিন্তু অসতর্ক থাকলে যে কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ– সন্তানের কাছ থেকে দুঃখ পেতে পারেন। সন্ধ্যার পর দূর মাধ্যম থেকে কোনো সুখবর আসতে পারে।
মিথুন– কোনো কাজ করতে অনীহা জাগতে পারে। মানসিক ভাবে হালকা থাকার চেষ্টা করুন।
কর্কট– কর্মক্ষেত্রে ভালো ভাবে কাটবে। কোনো বিষয়ে সামান্য ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্ক থাকলে ভালো।
সিংহ– কাজে উৎসাহ বাড়বে। কোনো ফেলে রাখা কঠিন কাজ আজকে করলে সফল হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা।
কন্যা– নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। রাজনীতির সঙ্গে জড়িত থাকলে একটু বিপদ আসতে পারে কোনো ভাবে, সতর্ক থাকবেন।
তুলা– যে কোনো কাজ সাবধানে বুঝে শুনে করবেন। কোনো রকম সিদ্ধান্ত, বিশেষ করে ব্যবসায়িক পরিকল্পনা নেওয়ার আগে পাঁচ বার চিন্তা করে নিন। জীবন সঙ্গী আপনার প্রতি আজ বিশেষ যত্নবান হবেন।
বৃশ্চিক– কোনো ভুল পদক্ষেপ বা কাজের জন্য অনুশোচনা হতে পারে। আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয়ের সংসর্গ লাভ করার চেষ্টা করুন।
ধনু– জুয়া খেলা ব্যক্তিরা সাবধান, ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা। নিজের জিনিস ও বিষয় সম্পর্কে সচেতন থাকুন।
মকর– যে কোনো গুরু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার বা কাছের মানুষজনের থেকে পরামর্শ নিন।
কুম্ভ– পরিবারে কারোর সঙ্গে শত্রুতা বা সম্পর্ক খারাপ থাকলে তাকে একেবারে এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রী দ্বন্দ্ব বিশেষ ভাবে হতে পারে। নিজের মত ব্যস্ত থাকুন।
মীন– অকারণে কোনো দুর্নাম বা গুজব রটতে পারে আপনার নামে। মানসিক ভাবে স্থির ও শক্ত থাকুন। শিল্পী মানুষজনের জন্য নিজের শিল্প-গুণকে আরো সৃজনশীল করে তোলার ব্যাপক সম্ভাবনা।