জ্যোতিষ

Horoscope: আজ ১১ই অক্টোবর, কোন কোন রাশির সময় খারাপ যাবে

×
Advertisement

আজ ১১ই অক্টোবর (২৪শে আশ্বিন) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!

Advertisements
Advertisement

মেষ (ARIES): আজ আপনার বাবার শরীর খারাপ হতে পারে। নিজের বাবার প্রতি যত্নশীল হন। ভালো জায়গায় চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

Advertisements

বৃষ (TAURUS): আজ আপনি নতুন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে কাজ কর্ম করুন। নতুন কাজে ব্যস্ততা বাড়তে পারে। নতুন চাকরিতে পরিশ্রম করুন।

Advertisements
Advertisement

মিথুন (GEMINI): আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

কর্কট (CANCER): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে নানান রকম জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে কাজ কর্ম করুন।

সিংহ (LEO): আজ আপনার ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে আপনার দিনটি। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রেখে নিজের কাজ করুন।

কন্যা (VIRGO): আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

তুলা (LIBRA): আজ আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। অযথা বেশি চিন্তা করবেন না। প্রতিদিন সকালে একবার করে হাঁটতে বেরোবেন।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। নিজের কাজের জন্য সৌভাগ্যলাভ হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাছের মানুষের সাথে ভালো সময় কাটান।

ধনু (SAGITTARIUS): আজ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকর (CAPRICORN): আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। জীবানু দ্বারা সংক্রমণ হতে পারেন। ফেলে না রেখে ভালো জায়গায় চিকিৎসা করান।

মীন (PISCES): আজ আপনি ধর্ম চর্চায় আগ্রহ পেতে পারেন। মন দিয়ে ধর্ম কর্ম করুন। এই ব্যপারে চর্চায় বেশ আনন্দ পেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

Related Articles

Back to top button