জ্যোতিষ

আজ ১০ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

×
Advertisement

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

Advertisements
Advertisement

মেষ– আপনার ইতিবাচক মানসিকতা অন্যদের সাহায্যে আসবে। আর্থিক উন্নতি করতে পারেন।

Advertisements

বৃষ– আর্থিক বিষয় নিয়ে চিন্তা দূর হতে চলেছে। আজ পরিবারকে বিশেষ ভাবে সময় দিলে তৃপ্তি পাবেন।

Advertisements
Advertisement

মিথুন– মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। কোনো পারিবারিক সমস্যা স্ত্রীয়ের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিন।

কর্কট– আজ আপনার ধৈর্য পরীক্ষার দিন। পরিস্থিতিকে সঠিক ভাবে মোকাবিলা করলে সাফল্য লাভ করবেন।

সিংহ– প্রয়োজনীয় আর্থিক ব্যয় হতে পারে। কোনো কঠিন কাজ আজ একটু মন লাগিয়ে শেষ করতে পারবেন।

কন্যা– কর্মক্ষেত্র বা পরিবারের সঙ্গে মতান্তর হতে পারে। অর্থ সঞ্চয়ের জন্য আজ থেকেই তৎপর হন।

তুলা– যোগাসন আজ শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। অর্থের আগমন হলেও তা সঞ্চয় করতে না পারলে সমস্যা।

বৃশ্চিক– ইতিবাচক মানসিকতা থেকে যে কোনো কাজ করুন। ফল পাবেন। আর্থিক বিষয় নিয়ে স্ত্রীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।

ধনু– শারীরিক সমস্যা হলে তা চাপা না দিয়ে চিকিৎসা করান। পূর্বে করা বিনিয়োগ লাভ দিতে পারে।

মকর– বহুদিনের মানসিক যন্ত্রণা থেকে আজ পরিত্রান পেতে পারেন। তবে আর্থিক সমস্যা একটু চিন্তার বিষয় হতে পারে।

কুম্ভ– আপনার সবল মেজাজকে কর্মক্ষেত্রে ব্যবহার করে উন্নতি করুন। কোনোরকম ব্যবসায়িক বিনিয়োগ তাড়াহুড়ো করে করতে যাবেন না।

মীন– আজ আত্মীয় বা বন্ধুদের সহায়তা লাভ করতে পারেন। অবশ্য কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনোরকম গা ঢিলেমি ভাব রাখবেন না, এতে ক্ষতি হতে পারে।

Related Articles

Back to top button