নিউজপলিটিক্সরাজ্য

‘দাদার অনুগামী’ দের নতুন পোস্টার, ফাটল দলের মাঝে, উত্তপ্ত রাজনৈতিক মহল 

Advertisement
Advertisement

বিগত কিছু সময় ধরে দলের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সমস্যা মেটাতে ইতিমধ্যে শুভেন্দুর সাথে দুইবার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তার পরেও মানভঞ্জন হয়নি তার। মেটেনি সমস্যা। অন্যদিকে রাজ্যে বিভিন্ন জায়গায় শুভেন্দুর পোস্টার দিচ্ছেন ‘দাদার অনুগামীরা’। এইবার এমনই এক পোস্টারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

সম্প্রতি নৈহাটির রেল স্টেশন রোড, জর্জ রোড সহ বহু জায়গায় দেখা গেল ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার। সেই পোস্টারে লেখা,’ প্রশান্ত কিশোর বহিরাগত’। তার ঠিক নীচে লেখা ‘দাদার অনুগামী’। তবে কি এই নিয়েই অভিমান করে আছেন শুভেন্দু? এমন প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। কারা দিল এই পোস্টার। ইতিমধ্যেই এই নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

Advertisement

এই বিষয়ে প্রশ্ন করলে নৈহাটি টাউনের তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায় বলেন,এইসব বিরোধীদের চক্রান্ত। বহু দিন ধরে প্রশান্ত কিশোর দলে রয়েছেন। কাজ করছেন। আর অন্যদিকে শুভেন্দু ও দলে রয়েছেন। এই পোস্টার দলের নয়। এই পোস্টার দিয়েছে বিজেপিরা। শুভেন্দু অধিকারী দলে রয়েছেন। দলেই থাকবেন তিনি।

Advertisement
Advertisement

অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছে নৈহাটি বিজেপি কাউন্সিলর ও। নৈহাটি বিজেপি কাউন্সিলর এবং সাংগঠনিক নেতা গণেশ দাসের মতে, এই কাজের সঙ্গে তাদের দল অর্থাৎ বিজেপি জড়িত নয়। কোনও স্বেচ্ছাসেবী সংস্থা এই পোস্টার লাগিয়েছে বলে জানান বিজেপির সাংগঠনিক নেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বেশ অনেক পোস্টার ই দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের। তবে এই প্রথম দলের বিরুদ্ধে পোস্টার দেখা গেল। সেই পোস্টারে লেখা ‘ দাদার অনুগামী’। সেই বিষয়েই রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। তবে কি বৈঠকে কোনও কাজই হয়নি? এমনটাই প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে। এই বিষয়ে এখনও কিছু বলেনি শাসক শিবিরের শীর্ষ নেতারা। কথা বলেননি শুভেন্দু অধিকারীও।

Advertisement

Related Articles

Back to top button