নিউজরাজ্য

cyclone mocha: অতি প্রবল হয়ে ঘন্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত বেগে এগোতে চলেছে মোকা, প্রভাব থাকবে কলকাতার আকাশে

মাঝরাতে মোকা আরো শক্তি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা

Advertisement
Advertisement

ইতিমধ্যেই একটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। খুব শীঘ্রই বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে এই ঝড়। এই মুহূর্তে মোকার গতিবেগ ঘন্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই ঝড়। এর প্রভাবে কলকাতার আকাশে কিছু পরিবর্তন আসতে চলেছে। মৌসম ভবন থেকে পাওয়া শেষ বুলেটিন জানাচ্ছে, খুব শীঘ্রই স্থলভাগের কাছে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোকা। শেষ পাওয়া খবর অনুযায়ী আন্দামানের রাজধানী পোর্টব্লেয়ার থেকে মাত্র ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কক্সবাজার থেকে ৬৮০ এবং মায়ানমার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

Advertisement
Advertisement

এই ঘূর্ণিঝড়ের মূল অভিমুখ থাকবে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে। মাঝরাতে মোকা আরো শক্তি বাড়াতে পারে বলে পূর্বাভাস। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাবে মোকা। আবহবিদরা জানাচ্ছেন স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় গতিবেগ থাকবে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। সেই সময় ঝড়ো হবার গতিবেগ ঘন্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহবিদরা মনে করছেন পশ্চিমবঙ্গের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকতে চলেছে এই ঘূর্ণিঝড়। এর ফলে রাজ্যে খুব একটা বেশি প্রভাব পড়বে না।

Advertisement

বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আগামী ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই মোকার প্রভাবে রবিবার পর্যন্ত কলকাতা এবং দুই চব্বিশ পরগনার আকাশ মেঘলা থাকতে পারে। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই রোববার। আগামী সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button