নিউজরাজ্য

বাংলার দিকে ধেয়ে আসছে মোকা! কোন জেলায় কি হতে চলেছে? জানুন হাওয়া অফিস আপডেট

সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রার পারদ নেমেছে এই বাংলায়

×
Advertisement

মে মাসের শুরুতে গরমের তীব্র প্রকোপ থেকে আপাতত স্বস্তি পাচ্ছেন গোটা বঙ্গবাসী। মাঝে মাঝেই নামছে বৃষ্টি। ফলে ঠান্ডা মনোরম পরিবেশ রয়েছে এই বাংলায়। হাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, এই সপ্তাহের শেষের দিকেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে মোকা। বলা যেতে পারে, এই সপ্তাহের বাংলায় ধেয়ে আসতে পারে মোকা।

Advertisements
Advertisement

চলতি সপ্তাহের শুরু থেকেই বাংলার একাধিক জেলায় মেঘলা আকাশ ও মনোরম ঠান্ডা পরিবেশের দেখা মিলছে। গতকাল বুধবার দুপুরের পর থেকেই শহর কলকাতাসহ কলকাতার আশেপাশের এলাকা গুলিতে মাঝারি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

Advertisements

গরমে তপ্ত পুরুলিয়া জেলাও খানিক স্বস্তি পেয়েছে এই ঝড়ের জেরে। এই সপ্তাহে মেঘলা আকাশ দেখা মিলবে পুরুলিয়ায়। তাপমাত্রার পারদেও পতন দেখা যাবে। পাশাপাশি আর কয়েকটি জেলাতেও দেখা মিলবে এমন আবহাওয়ার। ঘূর্ণিঝড় মোকা তৈরি হলে, গরম থেকে আরও কয়েকদিনের জন্য মুক্তি পাবেন বাংলার মানুষ।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button