আন্তর্জাতিকনিউজ

বুলবুলের থেকে ভয়ঙ্কর, ১৫০ কিমি বেগে ধেয়ে আসছে

Advertisement

এ যেন এক মহাপ্রলয়ের যুগ। প্রতিদিন কোনো না কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দূর্যোগ ঘটছে পৃথিবীতে। কিছুদিন আগেই ‘ঘূর্নিঝড়’ বুলবুল এসে বাংলাদেশ ও ভারতীয় পূর্ব উপকূলে আছড়ে প্রবল তান্ডব চালিয়েছিল। তার রেশ কাটতে না কাটতে আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’।

আবহবিদদের মতে প্রশান্ত মহাসাগরে চারদিন তান্ডব চালিতে এবার টাইফুল আকারে স্থলভাগে আছড়ে পড়তে যাচ্ছে ‘কালমেগি’। এর গতিবেগ ঘন্টায় প্রায় ১৫০ কিমি। গতিবেগ বাড়ার আশঙ্কা রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে যাচ্ছে ফিলিপিনস উপকূলে।

এই ভয়ঙ্কর টাইফুন থেকে বাঁচতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারন মানুষদের সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। বর্তমানে ফিলিপিনসের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে ‘কালমেগি’। ইতিমধ্যেই ফিলিপিনসে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। আবহবিদদের মতে ‘কালমেগি’ ফিলিপিনসের সবথেকে বৃহৎ ও ভয়ঙ্কর ঝড় হতে চলেছে।

বর্তমান অবস্থা অনুযায়ী ফিলিপিনসের এই টাইফুনটি কাগায়ান প্রদেশের ওপর আছড়ে পড়ার কথা। স্থানীয়রা এই ঝড়ের নাম দিয়েছে ‘রামন’। এই টাইফুনের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করছে আবহবিদগন।

Related Articles

Back to top button