কলকাতানিউজরাজ্য

ধেয়ে আসছে আমফান, ঘন্টায় গতিবেগ হতে পারে ২৬৫ কিলোমিটার

Advertisement
Advertisement

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১২ ঘন্টার মধ্যে ক্রমেই এই সাইক্লোন সুপার সাইক্লোনে পরিণত হবে। এই ঘূর্ণিঝড় দ্রুত এগিয়ে আসছে রাজ্যের দিকে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সমুদ্রের মাঝে প্রতি ঘন্টায় ২৬৫ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই ঝড় অবস্থান করছে পশ্চিম-মধ্য    বঙ্গোপসাগরে। দিঘা থেকে ৯৮০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। আর পারাদ্বীপ থেকে ৮২০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান।

Advertisement
Advertisement

রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মঙ্গলবার দুপুর থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল রাত থেকেই ঝড়ের পরিমাণ বাড়বে। তার সাথেই হবে বৃষ্টি। ঝড়ের গতিবেগ ৬৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে বইবে।

Advertisement

বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ১২০-১৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাজ্যের পক্ষ থেকে সব জেলাতে জারি কড়া সতর্কবার্তা। এই ঝড়ের সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, সে বিষয়ে সতর্কবার্তা ও গাইডলাইন্স দেওয়া হয়েছে। নবান্ন ও সেচ দফতরের থেকে কন্ট্রোল রাম সব কিছুতে নজরদারি রাখছে। রাজ্যের হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ১০৭০। এখানে সাধারণ মানুষ কোনো সমস্যাতে পড়লে ফোন করতে পারেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button