ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সুখবর SBI গ্রাহকদের জন্য, এবার থেকে দিতে হবে না এইসমস্ত চার্জ

Advertisement
Advertisement

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। ৪৪ কোটি গ্রাহককে সুখবর শোনালো দেশের বৃহত্তম ব্যাংক। এবার থেকে এসবিআই এর সেভিংস অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালেন্স রাখার চাপ রইলো না। এরই সঙ্গে ব্যাংকের তরফে গ্রাহকদের পাঠানো একাউন্ট সংক্রান্ত এসএমএসের জন্য মাসিক যে চার্জ গ্রাহকদের থেকে নেওয়া হয় তাও আর দিতে হবে না। মঙ্গলবার এসবিআই এর তরফে ট্যুইট করে বলা হয়, “এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য আর কোনো জরিমানা দিতে হবে না। একই সাথে এসএমএস পরিষেবার জন্যও গ্রাহকদের আর কোনো চার্জ দিতে হবেনা।”

Advertisement
Advertisement

একই নিয়ম প্রযোজ্য হবে এসবিআই এর যেসমস্ত গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং এবং চেক বই ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও। গ্রাহকদের প্রশ্নের উত্তরে এসবিআই এর তরফে জানানো হয়েছে, সমস্ত ধরণের সেভিংস অ্যাকাউন্টেই পাওয়া যাবে এই সুবিধা। পুরানো নিয়ম অনুযায়ী, ব্যাংকের এলাকার ভিত্তিতে মিনিমাম ব্যালেন্স রাখার তিনটি ভাগ ছিল।

Advertisement

মেট্রো ও শহরাঞ্চলের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হতো ৩০০০ টাকা, উপশহরাঞ্চলের অ্যাকাউন্টে ২০০০ টাকা এবং গ্রামীন এলাকার অ্যাকাউন্টে ১০০০ টাকা। এই নুন্যতম ব্যালেন্স না রাখলে মেট্রো ও শহরাঞ্চলের অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ১০ থেকে ১৫ টাকা সাথে জিএসটি, উপশহরাঞ্চলের অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ৭ থেকে ১২ টাকা সাথে জিএসটি, এবং গ্রামীণ এলাকার অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ৫ থেকে ১০ টাকা সাথে জিএসটি। এখন থেকে এই জরিমানা আর দিতে হবেনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button